shono
Advertisement

চলুন মেঘমুলুকের ঠিকানায়

হই হট্টগোল থেকে দূরে প্রকৃতির এই রম্যরচনার আশ্রয়ে ছুটে যান পর্যটকরা৷ The post চলুন মেঘমুলুকের ঠিকানায় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM Sep 07, 2016Updated: 04:44 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি হচ্ছে বটে৷ কিন্তু বাঙালির জীবনে শরতের হিমেল পরশ লেগেই গিয়েছে৷ কেনাকাটার ফাঁকেই অনেকেরই হয়ে গিয়েছে বেড়াতে যাওয়ার প্ল্যানও৷ অবশ্য এমন মানুষও রয়েছেন, ব্যতিক্রমের খোঁজে যাঁরা এখনও ছুটি কাটানোর স্থান ঠিক করে উঠতে পারেননি৷ আপনিও যদি এই তালিকায় থাকেন, তাহলে একটু সাহায্য আমরা করতেই পারি৷ দিতে পারি স্কন্দগিরির মেঘমুলুকের ঠিকানা৷

Advertisement

কী দেখবেন –

বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত প্রকৃতির এই রম্যরচনা৷শহরের হইচই থেকে বাঁচতে মাটি থেকে ১৩৫০ ফুট উপরের এই ঠিকানায় বারবার ছুটে আসেন পর্যটকরা৷

সাধারণত রাত দুটোয় শুরু হয় স্কন্দগিরি ট্রেকিং৷ জ্যোৎস্না রাতে পাহাড়ের চূড়োয় স্বাগত জানাবে ঢেউ খেলানো মেঘের দল৷ সূর্যের প্রথম আলোয় আরও মোহময়ী হয়ে ওঠে সেই রূপের আগুন৷

নন্দী পর্বতের এই প্রাচীন অংশে এখনও টিপু সুলতানের দূর্গের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়৷

কীভাবে যাবেন –

বেঙ্গালুরু-হায়দরাবাদ জাতীয় সড়ক দিয়ে গাড়ি করে কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছনো যায় স্কন্দগিরিতে৷ সাধারণত বাইকে করেই ট্রেকিংয়ে যান পর্যটকরা৷

কোথায় থাকবেন –

বেশিরভাগ মানুষই ট্রেকিংয়ে যান স্কন্দগিরিতে৷ তাই আশেপাশে থাকার তেমন ব্যবস্থা নেই৷ তবে খাওয়া-দাওয়ার জন্য ছোটখাটো হোটেল রয়েছে৷

The post চলুন মেঘমুলুকের ঠিকানায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement