সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে বিপুল জয় রাজনৈতিক শহিদদের উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় নবান্নে তিনি বলেন, পঞ্চায়েত ভোটে সিপিএম, বিজেপি ও মাওবাদীরা জোট বেধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। অসম-ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে টাকা ঢুকেছে। কিন্তু, তাও নব্বই শতাংশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর যেসব আসনে বিনা ভোটে জয় পেয়েছে শাসক দল, সেখানে বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি। মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, তা সংবিধানিক পদাধিকারীকে সাজে না। বিজেপির কথা শুনে মন্তব্য করেছেন উনি। তথ্য যাচাই করেননি।’
[ফার্স্ট বয় তৃণমূলই, তবে দ্বিতীয় স্থানে নজরকাড়া উত্থান বিজেপির]
এবারের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে নজিরবিহীন সন্ত্রাসের সাক্ষী থেকেছে বাংলা। কাঠগড়ায় ছিল শাসক দলই। বিরোধীদের একের পর এক মামলায় কার্যত নাস্তানাবুদ হয় কমিশন। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। প্রথমবার তিন দফায় পঞ্চায়েত নির্বাচনের যে বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন, তা বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, আদৌও ভোট হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। শেষপর্যন্ত কমিশন নির্ধারিত দিনে অর্থাৎ ১৪ মে এক দফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট হল। কিন্তু, অশান্তি এড়ানো গেল না। রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারালেন ২৪ জন। বুধবার ৫০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের পর শুক্রবার ছিল গণনা ও ফল ঘোষণা। রাজ্যের সিংহভাগ জেলাতেই জিতেছে শাসক দল। পঞ্চায়েত ভোটে দলের এই বিপুল সাফল্যে দৃশ্যতই খুশি তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়কে রাজনৈতিক শহিদদের উৎসর্গ করলেন তিনি।
[গোড়া থেকেই ছিল চর্চায়, ফলাফলে কতটা দাপট নির্দলদের?]
শুক্রবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের,এমনকী কেন্দ্রেরও কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে সিপিএম, বিজেপি ও মাওবাদী জোট বেধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। অসম-ঝাড়খণ্ডে থেকে প্রচুর টাকা ঢুকেছে রাজ্যে। চলেছে কুৎসা ও অপপ্রচার। কিন্তু, এতকিছুর পর নব্বই শতাংশ আসনে জিতেছে শাসকদলই। মুখ্যমন্ত্রীর দাবি, যে সব আসনে তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, সেখান বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি। সুপ্রিম কোর্টে তথ্য গোপন করা হয়েছে। প্রসঙ্গত, বিনা ভোটে শাসকদলের জেতা আসনগুলি ফল ঘোষণায় স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। এদিন মৃত প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের পরিবারকে সাহায্য করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে এ রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তুলে শাসকদলের সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফল্যের দিনে কেন্দ্রকেও পালটা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘পঞ্চায়েত ভোট নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, সাংবিধানিক পদাধিকারীকে সাজে না। বিজেপির কথা শুনে মন্তব্য করেছেন উনি। তথ্য যাচাই করেননি।’
[একদা লালদুর্গে জয় মাত্র একটি আসনে, দুর্গাপুরে কোনক্রমে মান বাঁচল বামেদের]
The post পঞ্চায়েতে জয় রাজনৈতিক শহিদদের উৎসর্গ মুখ্যমন্ত্রীর, কেন্দ্র ও বিরোধীদের তোপ appeared first on Sangbad Pratidin.