shono
Advertisement

‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির উদ্বোধন, অভিযোগ জানানোর নম্বর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সকাল ১০ টা থেকে সন্ধে ৬টার মধ্যে এই নম্বরে অভিযোগ জানাতে পারেন আপনিও।
Posted: 04:52 PM Jun 08, 2023Updated: 04:55 PM Jun 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে আমজনতার মন বুঝতে নতুন কর্মসূচি চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার দুপুরে নবান্নে (Nabanna) সাংবাদিক সম্মেলন করে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামের নয়া কর্মসূচির সূচনা করে দেন তিনি। জানিয়ে দেন নির্দিষ্ট ফোন নম্বরও। এবার থেকে এই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন আমজনতা। নম্বরটি ৯১৩৭০৯১৩৭০। সকাল ১০ টা থেকে সন্ধে ৬টার মধ্যে এই নম্বরে অভিযোগ জানালে দ্রুত সুরাহা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

জনসংযোগ বৃদ্ধি এবং আমজনতার মন বুঝতে ২০২১ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিল তৃণমূল। তা ছিল রাজ্যের শাসকদলের তরফে। পরবর্তী সময়ে ওই একই উদ্দেশে ‘দুয়ারে সরকার’, ‘দিদির দূত’, ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি চলছে রাজ্যজুড়ে। এবার সরাসরি রাজ্য সরকারের তরফে চালু হল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবা। মে মাসেই বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রে ভারচুয়াল জনসভা থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ”দিদির দূত’, তৃণমূলে নবজোয়ার যেমন চলছে, চলুক। আমি আরেকটি প্রকল্প শুরু করছি – সরাসরি মুখ্যমন্ত্রী। একটা ফোন নম্বর দেব। আপনারা ফোন করে আমাকে সমস্যার কথা জানাবেন দিনের একটা নির্দিষ্ট সময়। আমি যতটা পারব সমাধানের চেষ্টা করব।”

[আরও পড়়ুন: সুকন্যা-অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাড়িতে ফের CBI হানা, একটানা জিজ্ঞাসাবাদ]

সেই কথা রেখে বৃহস্পতিবার নবান্নে কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এবং অন্যান্য জেলাশাসকরা (DM)। রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে একটি অডিও ভিজুয়াল প্রতিবেদন দেখানো হয়। তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে যা যা অভিযোগ পাবেন, যেন দ্রুত সুরাহা করা হয়। কতদিন এই কর্মসূচি চলবে, তা অবশ্য জানানো হয়নি।

[আরও পড়়ুন: ক্রিকেট খেলা নিয়ে বচসায় মাথায় ব্যাটের বাড়ি, তেরোর কিশোরের হাতে খুন ১২ বছরের কিশোর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement