shono
Advertisement
Google Map

'পুলিশ এখানে গাড়ি ধরে, টাকা নেয়', এ কী লেখা গুগল ম্যাপে! দুর্গাপুরে শোরগোল

বাস্তবে বিষয়টি কী?
Published By: Paramita PaulPosted: 07:33 PM Mar 17, 2025Updated: 07:37 PM Mar 17, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: গুগল ম্যাপে পুলিশের বিরুদ্ধে আপত্তিকর উক্তি! দুর্গাপুর ইস্পাত নগরীর নির্দিষ্ট এলাকায় গুগল ম্যাপে লাল রং দিয়ে লেখা 'পুলিশ এখানে গাড়ি ধরে, টাকা নেয়'। রাস্তা চেনানোর গুগল ম্যাপে এমনই আপত্তিকর মন্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। কারা এইসব করছে তা নিয়েও চিন্তিত ট্রাফিক পুলিশও। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস পুলিশের।

Advertisement

দুর্গাপুরের ইস্পাত নগরীর এএসপি স্টেডিয়ামের সামনে একটি রোটারি রয়েছে। সেই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার-হাজার মানুষ যাতায়াত করেন। বাইরে থেকে আসা বহু বাইক, চারচাকা মোবাইল লোকেশন ট্র্যাক করে ওই রাস্তা ধরেই তাঁদের গন্তব্যে পৌঁছন। সম্প্রতি গুগল ম্যাপে ওই রাস্তার লোকেশন দেখতে গিয়ে চমকে যাচ্ছেন অনেকেই। গুগল ম্যাপে এএসপি স্টেডিয়ামের সামনে রোটারিতে লালচিহ্ন দিয়ে লেখা রয়েছে, 'পুলিশ এখানে গাড়ি ধরে, টাকা নেয়'। এই লেখা দেখে অনেকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন। বাস্তবে বিষয়টি কী?

 

ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা করা হয় দুর্গাপুরের বহু জায়গায়। এই এলাকাতেও ট্রাফিক পুলিশ থাকে আইন ভঙ্গকারীদের জরিমানার মাধ্যমে 'সবক' শেখাতে। তবে এই জরিমানার নামে অনেককে হেনস্তাও করা হয় এটাও বাস্তব। তবে মোবাইল লোকেশন এই তথ্য দেখে মজা নিচ্ছেন নেটিজেনরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাইক আরোহী বলেন,"ওই রাস্তাতে প্রায় দিন বিকেলের পর ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে। হেলমেট না থাকলে গাড়ি আটকানো হয়। সেই জন্যই হয়তো কেউ মোবাইল লোকেশনে এটা লিখে দিয়েছে।"

এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার বলেন,"গোটা দুর্গাপুর জুড়েই ট্রাফিকের বিশেষ নজরদারি চলে। মদ্যপান করে বা আইন না মেনে গাড়ি চালালে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ট্রাফিকের কড়া পদক্ষেপের জন্য দুর্ঘটনা কমেছে। এবার দোল ও হোলিতেও দুর্ঘটনার হার একেবারেই কম। মানুষের কোন সমস্যা হচ্ছে নাকি সেটাও জানা হবে। তবে মোবাইল লোকেশনে এইসব কারা লিখছে আমাদের জানা নেই। সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পারলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুগল ম্যাপে পুলিশের বিরুদ্ধে আপত্তিকর উক্তি!
  • দুর্গাপুর ইস্পাত নগরীর নির্দিষ্ট এলাকায় গুগল ম্যাপে লাল রং দিয়ে লেখা 'পুলিশ এখানে গাড়ি ধরে, টাকা নেয়'।
  • রাস্তা চেনানোর গুগল ম্যাপে এমনই আপত্তিকর মন্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।
Advertisement