shono
Advertisement

শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ধর্মতলায় অনশনে কংগ্রেস, মিছিলে বামেরা

আদালতের দিকে তাকিয়ে সব পক্ষই৷ The post শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ধর্মতলায় অনশনে কংগ্রেস, মিছিলে বামেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:27 AM Apr 16, 2018Updated: 04:05 PM Dec 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস মুক্ত পঞ্চায়েত ভোটের দাবিতে এবার একযোগে রাজনীতির ময়দানে নামল বাম-কংগ্রেস৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বলগাহীন সন্ত্রাসের অভিযোগে সোমবার রানি রাসমনি অ্যাভিনিউয়ে অনশনে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷

Advertisement

কংগ্রেসের  পাশাপাশি, এদিন এই একই ইস্যুতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট নেতৃত্ব৷ অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে আজ দুপুর আড়াইটে নাগাদ ১৭টি বামদল একযোগে বিড়লা তারামণ্ডল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বলে জানা গিয়েছে৷ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে এদিন ধর্মতলার লেনিন মূর্তির সামনে বামেদের তরফে অবস্থান বিক্ষোভ দেখানো হবে বলেও জানানো হয়েছে৷

[সমাজসেবার নেশায় পঞ্চায়েতের প্রার্থী মালদহের কোটিপতি সমীর ঘোষ]

গত সপ্তাহে এই একই ইস্যুতে পথে নামে বিজেপিও৷ গান্ধী-মূর্তির পাদদেশে বিজেপির শীর্ষ নেতৃত্ব অবস্থান বিক্ষোভে বসেন৷ একদিনের প্রতীকী অনশন কর্মসূচির ডাক দেওয়া হলেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে অশান্তির পরিবেশ এখনও কাটেনি৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে আইনি পথেও হেঁটেছেন বিরোধীরা৷ কলকাতা হাই কোর্টে আজ চলছে পঞ্চায়েত মামলার শুনানি৷

হাই কোর্টের নির্দেশেই আজ স্পষ্ট হবে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ৷ কলকাতা হাইকোর্টের দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ আজ আদালতের রায়ে মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়বে কি না, ভোট পিছিয়ে যাবে কি না, গেলে ক’দিনের জন্য পিছিয়ে যাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি৷

গত সপ্তাহে হাই কোর্টের নির্দেশকে ঢাল করে ইতিমধ্যেই পরবর্তী রণকৌশল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী দলগুলি৷ হাই কোর্টের নির্দেশ বিরুদ্ধে গেলে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই রেখেছে বিজেপি৷

[বৈশাখের শুরুতে স্বমেজাজে গরম, সকাল থেকেই পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ]

The post শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ধর্মতলায় অনশনে কংগ্রেস, মিছিলে বামেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার