shono
Advertisement

কোপা ফাইনাল ঘিরে রণক্ষেত্র আর্জেন্টিনা, আক্রান্ত বোকা জুনিয়রের ফুটবলার

বোকার কোচকে লক্ষ্য করে মিসাইলও ছোঁড়ে প্রতিপক্ষের সমর্থকরা। The post কোপা ফাইনাল ঘিরে রণক্ষেত্র আর্জেন্টিনা, আক্রান্ত বোকা জুনিয়রের ফুটবলার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Nov 25, 2018Updated: 03:07 PM Nov 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণক্ষেত্রের চেহারা নিল ফুটবল স্টেডিয়াম। কোপা লিবার্তোদোরেস ফাইনালকে কেন্দ্র ধরে ধুন্ধুমার পরিস্থিতি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে।

Advertisement

শনিবার ফাইনালে মুখোমুখি হওয়ার ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিভারপ্লেট এবং বোকা জুনিয়র্সের। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই শুরু সংঘর্ষ। স্টেডিয়ামে ঢোকাকালীনই বোকা জুনিয়রের টিম বাসের উপর হামলা করে রিভারপ্লেটের সমর্থকরা। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এমনকী আর্জেন্টিনার জনপ্রিয় এই ক্লাবের কোচকে লক্ষ্য করে মিসাইলও ছোঁড়া হয়। অল্পের জন্য রক্ষা পান তিনি। রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশবাহিনী। উত্তেজিত সমর্থকদের আটকাতে লঙ্কাগুঁড়ো স্প্রে করে পুলিশ। সেই সময় সেই স্প্রে চোখে ঢুকে যায় বোকা জুনিয়রের কোচের। আক্রান্ত হন দলের একাধিক ফুটবলারও। উত্তপ্ত পরিস্থিতিতে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। কখন ম্যাচ হবে, সে নিয়ে একাধিক বৈঠক হয়। আর শেষমেশ শনিবার ম্যাচ স্থগিতেরই সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয় রবিবার হবে কোপার ফাইনাল।

[OMG! তামিল ও ভোজপুরি ভাষাতেও কথা বলতে পারে জিভা!]

কিন্তু কেন এমন ধুন্ধুমার কাণ্ড ঘটল? স্থানীয় সূত্রে খবর, ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে খেলা প্রসঙ্গে কথা কাটাকাটি হয়। সেখান থেকেই বিষয়টি সংঘর্ষের আকার নেয়। এদিনের ফাইনাল দেখতে স্টেডিয়াম ভরিয়েছিলেন প্রায় ৭০ হাজার দর্শক। কিন্তু স্টেডিয়ামে পৌঁছেও দু’ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করে ম্যাচ দেখা হল না তাঁদের। উলটে ভয়ংকর পরিস্থিতিতে পড়তে হয় সকলকেই। রাস্তায় নেমে মিসাইল ছুঁড়তে শুরু করে দেয় রিভারপ্লেটের সমর্থকরা। তাদের হামলায় বোকার কোচের পাশাপাশি গুরুতর আহত হন দলের মিডফিল্ডার পাবলো পেরেজ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘণ্টা চারেক পর চোখে ব্যান্ডেজ বেঁধে স্টেডিয়ামে আসেন তিনি। তাই এমন পরিস্থিতিতে ম্যাচ স্থগিত রাখারই সিদ্ধান্ত নেন আয়োজকরা। তবে রবিবারও শান্তিপূর্ণ পরিবেশে ম্যাচ হবে কিনা, সে নিয়েও প্রশ্ন রয়ে গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ম্যাচ না হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাছাড়া এমন ঘটনার পর ত্রস্ত্র বোকা জুনিয়রের ফুটবলাররা। ঘটনায় রিভারপ্লেটের বেশ কিছু সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[চোট সারিয়ে ফের বাজিমাত, বিশ্বকাপে ব্রোঞ্জ পেলেন দীপা]

The post কোপা ফাইনাল ঘিরে রণক্ষেত্র আর্জেন্টিনা, আক্রান্ত বোকা জুনিয়রের ফুটবলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement