স্টাফ রিপোর্টার: অসমের বিরুদ্ধে পাওয়া চোটের জন্য বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare trophy) থেকে ছিটকে গেলেন অভিষেক পোড়েল (Abhishek Porel)। শনিবার ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট লাগে বাংলার এই তরুণ উইকেটকিপার-ব্যাটারের। স্ক্যান রিপোর্ট অনুযায়ী, অন্তত সপ্তাহ দু'য়েক সময় লাগবে তাঁর পুরোপুরি ফিট হতে। ফলে বাংলা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠলেও পাওয়া যাবে না অভিষেককে। যা খবর, রাজকোট থেকে কলকাতা ফিরিয়ে আনা হচ্ছে তাঁকে। তাঁর পরিবর্ত হিসাবে পাঠানো হচ্ছে শাকির হাবিব গান্ধীকে।
বিজয় হাজারে ট্রফিতে গ্রুপের বাকি দুই ম্যাচই বাংলার কাছে কার্যত নকআউট। কারণ শেষ দু'টো ম্যাচ জিতলেই সরাসরি পরের পর্বে পৌঁছে যাবে দল। রান রেট বা অন্য দলের ফলাফলের দিকে আর তাকিয়ে থাকতে হবে না। পরপর তিনটে ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল বঙ্গ শিবির। তবে শনিবার অসম ম্যাচে অভিষেক পোড়েলের চোট কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাকে। দলের এক সদস্য বলছিলেন, "সাদা বলে অভিষেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ভালো কিপার। সঙ্গে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারে। ওর না থাকাটা ফ্যাক্টর।” চলতি প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ২৪১ রান করেছেন অভিষেক, বঙ্গ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। সঙ্গে ধরেছেন ছ'টা ক্যাচও।
তবে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় অভিষেককে খেলানো নিয়ে ঝুঁকি নিচ্ছে না বাংলা। সার্ভিসেসের বিরুদ্ধে ২২ জানুয়ারি ফের রনজি ট্রফি অভিযানে নামছে বাংলা। তার আগেই অভিষেক ফিট হয়ে উঠবেন বলে প্রাথমিকভাবে মনে করছে টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্ত হিসাবে অসম ম্যাচে বাকি সময় কিপিং করেছেন অনূর্ধ্ব ১৯ দল থেকে সিনিয়র স্কোয়াডে ডাক পাওয়া সুমিত নাগ। দু'টো স্টাম্পও করেন তিনি। গান্ধী রাজকোট গেলেও হায়দরাবাদ ম্যাচে শুরু থেকে সুমিতের খেলারই সম্ভাবনা আপাতত বেশি।
মঙ্গলবার আবার মুখোমুখি হতে পারেন ভারতের দুই তারকা পেসার মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। বাংলার হয়ে বিজয় হাজারের শুরু থেকেই খেলছেন শামি। আবার সিরাজ হায়দরাবাদের হয়ে নেমে পড়েছেন শেষ ম্যাচে, চণ্ডীগড়ের বিরুদ্ধে। যা খবর, গ্রুপের শেষ তিন ম্যাচের জন্য হায়দরাবাদের স্কোয়াডে ঢুকেছেন সিরাজ এবং তিলক বর্মা। নিজামের শহরের পেসার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ডাক পেলেও এখনও সেই পরিকল্পনায় কোনও বদল হয়নি। আবার জল্পনা থাকলেও ওই সিরিজে ডাকা হয়নি শামিকে। তবে আপাতত বাংলার জার্সিতে তিনি খেলা চালিয়ে যাবেন বলেই খবর দলীয় সূত্রে। ফলে গ্রুপের ষষ্ঠ ম্যাচে রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হতে পারেন দুই তারকা পেসার।
