shono
Advertisement
Champions Trophy

বুমরাহর না থাকা ডেথ ওভারে ভোগাতে পারে ভারতকে, মত ঋদ্ধিমানের

'বুমরাহর জায়গায় হর্ষিত রানাকে দেখে একটু অবাকই হয়েছি', বলছেন ঋদ্ধি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:46 PM Feb 13, 2025Updated: 04:46 PM Feb 13, 2025

ঋদ্ধিমান সাহা: সিডনি টেস্টের সময় চোট পেয়েছিল জশপ্রীত বুমরাহ। বিভিন্ন জায়গায় দেখছিলাম, ওর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারতীয় টিম অবশ্য প্রাথমিক স্কোয়াডে বুমরাহকে রেখেছিল। আমার মতে, সেটা একদম সঠিক কাজ ছিল। টিম ওর জন্য শেষপর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিল। দেখুন, যে কোনও টিম বুমরাহর মতো পেসারের জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। আমি নিজে ওর সঙ্গে বহুদিন খেলেছি। জেনুইন ম্যাচ উইনার বলতে যা, বুমরাহ ঠিক তাই। মঙ্গলবার রাতে শুনলাম, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে বুমরাহ। ভারতীয় টিমের কাছে অবশ্যই বড় একটা ধাক্কা।

অস্ট্রেলিয়া সফরে প্যাট কামিন্সের টিমকে সবচেয়ে বেশি যে নাজেহাল করেছিল, সেটা বুমরাহ। দুর্ধর্ষ বোলিং করেছে। দারুণ ছন্দেও ছিল। এই অবস্থায় বুমরাহর না-থাকায় ভারতীয় পেসাররা কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করুন। যখনই দরকার পড়েছে, বুমরাহ এসে উইকেট বের করে দিয়েছিল। সেটা পাকিস্তান ম্যাচ বলুন কিংবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল। যে কোনও টিমই বুমরাহর সামনে পড়তে চাইবে না। নতুন বলে যেরকম এফেক্টিভ, একইরকম দুরন্ত মিডল ওভারেও। আর ডেথ ওভারের কথা ছেড়েই দিলাম। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে 'ডেথ ওভার মাস্টার' যদি কাউকে বলা হয়, তাহলে সেটা বুমরাহ। শেষদিকে এক ওভারে সাত-আট রান বাকি থাকলেও আপনি বুমরাহর উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই অভাবটা ভারত টের পেতে পারে।

তবে ভালো খবর হল, মহম্মদ শামির ফিরে আসা। বুমরাহর মতো শামিও দুর্দান্ত। ওর চলে আসাটা প্লাসপয়েন্ট। সবচেয়ে বড় কথা, আইসিসি টুর্নামেন্টে শামির রেকর্ড অসাধারণ। দেশের মাঠে ভারতের বিশ্বকাপ ফাইনালে ওঠার ক্ষেত্রে শামির ভূমিকা অনস্বীকার্য ছিল। শামি কঠিন পরিস্থিতিতেও ম্যাচ বের করে নিয়ে আসতে পারে। সেই ক্ষমতা ওর মধ্যে রয়েছে। বুমরাহ-শামি যদি দু'জনে একসঙ্গে থাকত, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে পেস অ্যাটাক নিয়ে আর চিন্তা করতে হত না। কিন্তু কী আর করা যাবে, চোট-আঘাত কারও নিয়ন্ত্রণে থাকে না।

Advertisement

আমি ভেবেছিলাম, বুমরাহ না থাকলে মহম্মদ সিরাজকে নিয়ে যাওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু বুমরাহর জায়গায় হর্ষিত রানাকে দেখে একটু অবাকই হয়েছি। সিরাজ অনেক বেশি অভিজ্ঞ। অনেকদিন ধরে ভারতীয় টিমের হয়ে খেলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতা অবশ্য একটা ফ্যাক্টর। সিরাজ সেই চাপটা নিতে পারত। তবে টিম ম্যানেজমেন্ট কী চাইছে, সেটাই আসল। হর্ষিতকে কেকেআরে খুব কাছ দেখেছে গম্ভীর। ওর হয়তো মনে হয়েছে হর্ষিতের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তাই টিম ম্যানেজমেন্টের ভোট হর্ষিতের দিকে গেছে। এখন যদি ম্যানেজমেন্টে কোনও নির্দিষ্ট ক্রিকেটারকে টিমে চায়, তাহলে নির্বাচকদের সেটা দিতেই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়া সফরে প্যাট কামিন্সের টিমকে সবচেয়ে বেশি যে নাজেহাল করেছিল, সেটা বুমরাহ। দুর্ধর্ষ বোলিং করেছে।
  • আইসিসি টুর্নামেন্টে শামির রেকর্ড অসাধারণ। দেশের মাঠে ভারতের বিশ্বকাপ ফাইনালে ওঠার ক্ষেত্রে শামির ভূমিকা অনস্বীকার্য ছিল।
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতা অবশ্য একটা ফ্যাক্টর। সিরাজ সেই চাপটা নিতে পারত।
Advertisement