shono
Advertisement
Usman Ghani

ক্রিকেট মাঠে আফগানি ঝড়! এক ওভারে ৪৫ রান তুলে অনন্য নজির উসমান গনির

এমন কীর্তি পেশাদার ক্রিকেটে প্রথম।
Published By: Prasenjit DuttaPosted: 03:14 PM Aug 02, 2025Updated: 03:15 PM Aug 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে আফগানি ঝড় উঠল। আফগান ব্যাটার উসমান গনির তাণ্ডবে পেশাদার ক্রিকেটে নতুন রেকর্ড তৈরি হল। এক ওভারে ৪৫ রান করে তিনি কায়েম করেছেন নয়া এক নজির। এমন কীর্তি আগে কখনও দেখা যায়নি।

Advertisement

ম্যাচটি ছিল ইসিএস টি-১০ ইংল্যান্ড টুর্নামেন্টের। লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল গিল্ডফোর্ড। লন্ডনের হয়ে নেমেছিলেন উসমান গনি। গিল্ডফোর্ডের হয়ে বল করতে আসা উইল এর্নির ওভারে রুদ্র মূর্তি ধারণ করেন গনি। তিনি এক ওভারে করেন ৪৫ রান।

কীভাবে এক ওভারে এতগুলো রান তোলা সম্ভব হল? এর্নির ওই ওভারে উসমান ৫ ছক্কা এবং ৩ চার হাঁকিয়ে ৪২ রান তোলেন উসমান। ওভারের পরিসংখ্যানটি ছিল ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪। অর্থাৎ এই হিসেবে মোট ৪৫ রান ওঠে এর্নির ওভারে। এর আগে এক ওভারে এত রান কখনও ওঠেনি। পেশাদার ক্রিকেটে এর্নির ওভারই সবচেয়ে ব্যয়বহুল হয়ে রইল।

৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন উসমান। ১৭টি ছয় এবং ১১টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ৩৫৫.৮১। উসমানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়েন উসমানরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট মাঠে আফগানি ঝড় উঠল।
  • আফগান ব্যাটার উসমান গনির তাণ্ডবে পেশাদার ক্রিকেটে নতুন রেকর্ড তৈরি হল।
  • এক ওভারে ৪৫ রান করে তিনি কায়েম করেছেন নয়া এক নজির।
Advertisement