shono
Advertisement
Mohammad Shami

কবে মাঠে ফিরবেন মহম্মদ শামি? দিনক্ষণ জানালেন অজিত আগরকর

আট মাসের বেশি সময় মাঠের বাইরে রয়েছেন শামি।
Published By: Krishanu MazumderPosted: 07:45 PM Jul 22, 2024Updated: 08:05 PM Jul 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটে নেমে পড়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বোলিং অনুশীলন শুরু করেছেন ঠিকই কিন্তু এখনও পুরনো ছন্দে ধরা দেননি তারকা পেসার। কবে মাঠে ফিরবেন, সেই বিষয়েও কিছু জানা যায়নি। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকর বঙ্গ পেসারের জন্য নির্দিষ্ট সময় ধার্য করছেন।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই পুরোদস্তুর ফিট শামিকে চাইছেন অজিত আগরকর (Ajit Agarkar)-গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
পঞ্চাশ ওভারের বিশ্বকাপে শামি বল হাতে আগুন জ্বালান। ২৪টি উইকেট দখল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন। বিশ্বকাপের পরে চোটের জন্য শামি আট মাস বাইরে। 

Advertisement

[আরও পড়ুন: টেস্টে শচীনের রান টপকে যাবেন এই তারকা, ভবিষ্যদ্বাণী ইংল্যান্ড প্রাক্তনীর]


শ্রীলঙ্কা সফরে রওনা দেওয়ার আগে অজিত আগরকর জানান, পুরোদস্তুর সেরে উঠতে শামির কতদিন লাগবে, সেব্যাপারে কিছু জানেন না আগরকর। তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সুস্থ শামিকে পাওয়াই একমাত্র লক্ষ্য। আগরকরকে বলতে শোনা গিয়েছে, ''চোটআঘাতের কবলে কারা, সে সম্পর্কে অল্পবিস্তর আমাদের জানা। কয়েকজনের অল্প চোট রয়েছে। আশা রাখি তারা চোট সারিয়ে ফিরে আসবে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর। তার আগে সুস্থ শামিকে পাওয়াই একমাত্র লক্ষ্য। পুরোদস্তুর সুস্থ হওয়ার জন্য এটা ওর টাইমলাইন কিনা জানা নেই, এনসিএ-র আধিকারিকদের কাছ থেকে এবিষয়ে জানতে হবে।''
সামনে একাধিক টেস্ট ম্যাচ রয়েছে ভারতের। সেই কারণে ফাস্ট বোলারদের তৈরি রাখতে হবে। আগরকর বলছেন, ''সামনে অনেক টেস্ট ম্যাচ রয়েছে। আমাদের গভীরতা দরকার। বুমরাহ, শামি এবং সিরাজ রয়েছে ঠিকই তবে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নিতে হবে, তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য।''

ক্ষমা চাইতে হবে ‘মিথ্যাবাদী’ লারাকে, ভিভ-হুপারের দাবিতে প্রবল অশান্তি ক্যারিবিয়ান ক্রিকেটে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেটে নেমে পড়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)।
  • বোলিং অনুশীলন শুরু করেছেন ঠিকই কিন্তু এখনও পুরনো ছন্দে ধরা দেননি তারকা পেসার।
  • কবে মাঠে ফিরবেন, সেই বিষয়েও কিছু জানা যায়নি।
Advertisement