সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক বছর শীতকালে দূষণে কাবু হয়ে পড়ে উত্তর ভারত। বিষয়টি আদালতে সওয়াল-জবাব, রাজনৈতিক টানাপোড়েন সমস্তই হয়েছে। তা সত্ত্বেও কেন মাঝ ডিসেম্বরে লখনউয়ে রাখা হল আন্তর্জাতিক ম্যাচ? এই প্রশ্নে উত্তাল ভারতের ক্রিকেটমহল। এহেন পরিস্থিতিতে ম্যাচ আয়োজনের নীতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল বিসিসিআই।
বুধবার সন্ধে সাতটা থেকে চতুর্থ টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই জানা যায় যে, অত্যধিক বায়ুদূষণে সৃষ্ট কুয়াশার কারণে পিছিয়ে যাচ্ছে টস। সেই সময় অবস্থা এতটা খারাপ ছিল যে, দু’হাত দূরে কিছু দেখা যাচ্ছিল না! খুব স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, এ অবস্থায় লখনউয়ে খেলা ধার্য করা হল কেন? ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে, এটা তো জানাই ছিল যে শীতের সময় উত্তর ভারতে বায়ুদূষণ ভয়াবহ জায়গায় যায়। লখনউয়ে যে এ জিনিস হতে পারে, আন্দাজ করা খুব কঠিন নয়। তা হলে কেন আগাম সতর্কতা নেওয়া হল না? বোর্ড মহলের কেউ কেউ বলছেন, উত্তর ভারতে এই সময় ম্যাচ দেওয়াটা অতীব বোকামি।
ম্যাচ বাতিল হওয়া নিয়ে মুখ খুলেছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, "লখনউয়ে টি-২০ ম্যাচ বাতিল হয়েছে, সেটা নিয়ে সকলেই খুব হতাশ। সমস্ত প্রস্ততি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ধোঁয়াশার কারণে ম্যাচটা বাতিল হল। আসলে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত উত্তর ভারতে ধোঁয়াশার সমস্যাটা খুব বেশি থাকে। তবে আগামী দিনে সূচি তৈরির সময় এই বিষয়টা অবশ্যই মনে রাখা হবে।"
বুধবারের ম্যাচ বাতিলের পর প্রশ্ন উঠছে, এই পরিস্থিতির দায় কার? এ কথা ঠিক যে লখনউয়ে বাতাসের এই হালের জন্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন দায়ী। উল্লেখ্য, আগামী মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ রাখা হয়েছে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের শহরগুলিতে। প্রশ্ন উঠছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচটিও কেন এই শহরগুলিতে দেওয়া হল না?
