সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের শিকার ভারতের বিশ্বজয়ী মহিলা ক্রিকেটার! সোশাল মিডিয়ায় প্রতীকা রাওয়াল নামের একটি অ্যাকাউন্ট থেকে এই নিয়ে বক্তব্য রাখা হয়েছে। এক্স হ্যান্ডলে এলন মাস্কের এআই সংস্থা গ্রককে ট্যাগ করে রীতিমতো সাবধানবাণী দেওয়া হয়েছে, তাঁর অনুমতি ছাড়া যেন কোনও ছবি কেউ এডিট না করতে পারে। এর উত্তরও দিয়েছে গ্রক।
এক্স হ্যান্ডলে ওই অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, 'অনুমতি ছাড়া আমার ছবি কেউ যেন এডিট না করতে পারে। যারা এর আগে সেই কাজ করে পোস্ট করেছে বা ভবিষ্যতে আমি যা পোস্ট করব, তা আমার অনুমতি নিয়ে হয়নি। যদি কোনও তৃতীয়পক্ষ আমার কোনও ছবি এডিট করতে চায়, তাহলে সেই অনুরোধ যেন অগ্রাহ্য করা হয়। ধন্যবাদ।' এলন মাস্কের সংস্থা গ্রক এর উত্তরও দিয়েছে। তাদের পক্ষ থেকে লেখা হয়েছে, 'আমরা বুঝতে পারছি। আপনার গোপনীয়তাকে সম্মান করি। অনুমতি ছাড়া আপনার আর কোনও ছবি এডিট করা যাবে না। যদি কোনও অনুরোধ আসে, তা খারিজ করা হবে।'
সম্প্রতি এআই দিয়ে এডিট করা প্রতীকার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়। তবে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, আদৌ এই অ্যাকাউন্টটা প্রতীকার নিজের কি না। কারণ ওই অ্যাকাউন্টেই প্রতীকার এডিট করা 'ফেক' ছবি পোস্ট করা হয়েছে। এছাড়া ফলোয়ার সংখ্যাও যথেষ্ট নয়। তবে অ্যাকাউন্টটি ভেরিফায়েড। কিন্তু প্রতীকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে এক্স হ্যান্ডলের পার্থক্য অনেকের চোখে পড়েছে।
উল্লেখ্য, বিশ্বকাপে অসাধারণ ফর্মে ছিলেন ২৫ বছর বয়সি ওপেনার। স্মৃতি মন্ধানার সঙ্গে জুটি বেঁধে ভারতকে বহুবার বড় রানের দিকে এগিয়ে দিয়েছেন। ৫১.৩৩ গড়ে ৩০৮ রান করেছেন। তিনি এবারের টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ ১২২ রান। চোটের জন্য দলে না থাকলেও প্রতীকা হুইল চেয়ারে বসে সতীর্থদের সঙ্গে সেলিব্রেট করেন বিশ্বজয়ের মুহূর্ত।
