সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জিতিয়েছেন বহু ম্যাচ। ১১ বছরের সেই সম্পর্ক শেষ হয়েছে। সদ্য আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন 'দ্রে-রাস' (Andre Russell Retirement)। আগামী মরশুমে নাইটদের ‘ঘরের ছেলে’কে দেখা যাবে নাইট ডাগআউটেই। কেকেআরের সাপোর্ট স্টাফে যোগ দিতে চলেছেন তিনি। তবে কেন অবসরের পথে হেঁটেছেন রাসেল, সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ক্যারিবিয়ান তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাসেল বলেন, "উইসেন বোল্টের কথা ভাবুন। কিংবা এবি ডিভিলিয়ার্স। দু'জনই কিন্তু কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন অবসর নিয়েছিলেন। সেই সময় সকলেরই প্রশ্ন ছিল, কেন তাঁরা এমন সিদ্ধান্ত নিলেন। এই মুহূর্তে আমিও কেরিয়ারের এমন জায়গায় রয়েছি। তাই মনে হয়, আমার জন্য অবসরের এটাই সঠিক সময়। আমি ভবিষ্যতের জন্য ছাপ রেখে যেতে চাই। যাতে কেউ বলতে না পারে, আমার আরও তিন-চার বছর আগে অবসর নেওয়া উচিত ছিল। এ কথা ভেবেই আমি সরে দাঁড়িয়েছি।"
আগামী মরশুমে রাসেলকে দেখা যাবে কেকেআরের পাওয়ার কোচ হিসাবে। যা নিয়ে উচ্ছ্বসিত তিনি। ক্যারিবিয়ান তারকার কথায়, "সিইও ভেঙ্কি মাইসোরের কাছে নতুন ভূমিকার কথা প্রথম শুনেছিলাম। তখনই মনে হয়েছে এটা আমার জন্য আদর্শ। মাঠে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং নিয়ে সব সময়ই চাঙ্গা থাকি। তাই নতুন দায়িত্ব পেয়ে ভালো লেগেছে।"
গত রবিবার (৩০ নভেম্বর) সোশাল মিডিয়ায় রাসেল লেখেন, 'আইপিএলে আর খেলব না। ১২ বছরে বহু স্মৃতি জমে আছে। কেকেআর পরিবার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।' একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, আগামী মরশুমে কেকেআরের সাপোর্ট স্টাফেই তিনি যোগ দেবেন। দ্রে রাসের কথায়, 'সবচেয়ে ভালো ব্যাপার হল, আমি আমার পরিবার ছাড়ছি না। কেকেআরেই নতুন ভূমিকায় আমাকে দেখা যাবে। পাওয়ার কোচ হিসাবে।'
উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝি ৩৭ বছর বয়সি তারকা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন কেকেআরের হয়ে আইপিএলে খেলবেন। কিন্তু ইদানীং নিজের পুরনো ফর্ম দেখাতে পারেননি রাসেল। গত মরশুমে আন্দ্রে রাসেলকে ১২ কোটিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। ১৩টি ম্যাচে করেছিলেন মাত্র ১৬৭ রান। সর্বোচ্চ রান অপরাজিত ৫৭। ইনজুরিও বড় সমস্যা ছিল। বল হাতে কিছু ম্যাচে ভালো পারফর্ম করলেও সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না। সেকারণেই সম্ভবত নাইট ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই খেলা ছেড়ে কোচিং স্টাফে যোগ দেবেন তিনি। রাসেলকে পাওয়ার কোচ হিসাবে নিয়োগ করেছে নাইটরা।
