সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের রনজি দলে সেভাবে সুযোগ মেলেনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সও তাঁকে রিটেন করেনি। কিন্তু নিলামের ঠিক আগেই আগুনে ফর্মে ফিরলেন অর্জুন তেণ্ডুলকর। রনজি কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন শচীনপুত্র।
বর্তমানে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন অর্জুন। এবারের মরশুমের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন বাঁহাতি মিডিয়াম পেসার। রনজির প্লেট বিভাগের টুর্নামেন্টের আগে KSCA টুর্নামেন্টের একটি ম্যাচে ৯ উইকেট পেয়েছিলেন অর্জুন। তার পর থেকেই একের পর এক ম্যাচে ভালো বোলিং করেছেন শচীনপুত্র।
বুধবার রনজিতে গোয়ার ম্যাচ ছিল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। সেখানে একাই পাঁচ উইকেট তুলে নেন অর্জুন। মাত্র ২৫ রান খরচ করে বিপক্ষের অর্ধেক ব্যাটিং লাইন আপকে ফেরত পাঠান প্যাভিলিয়নে। অরুণাচল প্রদেশের নিলাম অবি, নাবাম হাচাং, চিন্ময় পাটিল, জয় ভাবসার এবং মোজি এটের উইকেট গিয়েছে অর্জুনের ঝুলিতে। এছাড়াও তিন উইকেট পেয়েছেন মোহিত রেদকার। দুই উইকেট গিয়েছে কিথ পিন্টোর ঝুলিতেও। মাত্র ৩১ ওভারের মধ্যে ৮৪ রানে অলআউট হয়ে যায় অরুণাচল প্রদেশ।
উল্লেখ্য, আগামী আইপিএলের রিটেনশন তালিকায় নাম নেই অর্জুনের। গত কয়েক মরশুম মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও এবার তাঁকে আর ধরে রাখেনি দল। ফলে অর্জুন নিলামে উঠছেন। চলতি মাসের শেষেই রয়েছে আইপিএলের মেগা অকশন। তার আগেই রনজিতে অর্জুনের দুরন্ত বোলিং নিঃসন্দেহে ফ্র্যাঞ্চাইজিদের নজরে পড়বে। প্রসঙ্গত, মুম্বইয়ের হাতে আনক্যাপড প্লেয়ারের জন্য এখনও একটি আরটিএম কার্ড বেঁচে রয়েছে। সেটা ব্যবহার করে অর্জুনকে ফের দলে নিতে পারে তারা। তবে অন্য কোনও দলও নিলাম থেকে কিনতে পারে শচীনপুত্রকে।