shono
Advertisement
Bondi Beach shooting

বন্ডি বিচে সন্ত্রাসবাদী হামলায় বহু মানুষের প্রাণ বাঁচান, অ্যাশেজের মঞ্চে সম্মানিত সেই হিরো

বৃষ্টিবিঘ্নিত টেস্টে খেলা হল মাত্র ৪৫ ওভার।
Published By: Prasenjit DuttaPosted: 02:32 PM Jan 04, 2026Updated: 06:06 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। সেখান থেকে মেলবোর্ন টেস্ট জিতে কিছুটা সম্মান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। সকলের নজর ছিল পঞ্চম টেস্টে। সেই টেস্টে হানা চালাল বৃষ্টি। বৃষ্টিবিঘ্নিত টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেন স্টোকস। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যেতে পারত জো রুট এবং হ্যারি ব্রুক না থাকলে। তাঁদের সৌজন্যে প্রাথমিক বিপদ কাটিয়ে ইংল্যান্ডের রান প্রথম দিনের শেষে ৩ উইকেটে ২১১। তবে অ্যাশেজের মঞ্চে সম্মানিত হলেন সেই নায়ক, যিনি বন্ডি বিচে সন্ত্রাসবাদী (Bondi Beach shooting) হামলায় বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন।

Advertisement

ক'দিন আগেই পৃথিবী বিখ্যাত বন্ডি বিচ রক্তাক্ত হয়েছিল সন্ত্রাসবাদীদের হামলায়। ইহুদিদের প্রাচীন উৎসব 'হানুক্কাহ'র শুরুতেই বন্দুকবাজের গুলিতে প্রাণ যায় অন্তত ১৫ জনের। নিহতদের মধ্যে রয়েছে ১০ বছরের এক শিশুও। গুলিবিদ্ধদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিডনিতে শুরু হয় টেস্ট। দেওয়া হয় গার্ড অফ অনারও। মাঠে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দেন। ছিলেন নায়কের তকমা পাওয়া ফলবিক্রেতা আহমেদ আল আহমেদও। তাঁকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন গোটা স্টেডিয়াম। 

কে এই আল আহমেদ? গাছের আড়ালে দাঁড়িয়ে নির্বিচারে গুলি চালাচ্ছিল আততায়ী। ঠিক সময় পিছন দিক থেকে এসে আততায়ীকে জাপটে ধরে তাঁর বন্দুক কেড়ে নিয়েছিলেন তিনি। বেগতিক বুঝে পালিয়ে যায় সেই আততায়ী। ঠিক সেই সময়েই অন্য আততায়ীর গুলিতে জখম হয়েছিলেন আল আহমেদ। সেই তিনি যখন ক্রাচে ভর দিয়ে এসসিজিতে পৌঁছন। স্লিং হাতে মাঠেও নামেন। তখন এসসিজি'র দর্শকরা গর্জে ওঠেন। সকলকে 'ধন্যবাদ' জানান তিনি। আল আহমেদের সঙ্গে করমর্দন করেন শেষ টেস্ট খেলতে নামা উসমান খোয়াজা। 

এবার আসা যাক ম্যাচের কথায়। বৃষ্টির জন্য খেলা হয় মাত্র ৪৫ ওভার। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫৭ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। ২৭ রানের মাথায় মিচেল স্টার্কের বলে আউট হন বেন ডাকেট। রান পাননি জ্যাক ক্রলি (১৬)। তিনি সাজঘরে ফেরেন মাইকেল নেসারের বলে। জ্যাকব বেথেল মাত্র ১০ রানে স্কট বোলান্ডের শিকার হন। এরপর উইকেটে জমে যান রুট ও ব্রুক। তাঁদের জুটিতে আপাতত উঠেছে ১৫৪ রান। ৭২ রানে অপরাজিত রুট। ৭৮ রানে উইকেটে রয়েছেন ব্রুক। প্রবল ঝড়বৃষ্টিতে খেলা যখন বন্ধ হল, ইংল্যান্ডের স্কোর তখন ২১১।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃষ্টিবিঘ্নিত টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেন স্টোকস।
  • প্রাথমিক বিপদ কাটিয়ে ইংল্যান্ডের রান প্রথম দিনের শেষে ৩ উইকেটে ২১১।
  • তবে অ্যাশেজের মঞ্চে সম্মানিত হলেন সেই নায়ক, যিনি বন্ডি বিচে সন্ত্রাসবাদী হামলায় বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন।
Advertisement