সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার এশিয়া কাপের হাই ভোল্টেজ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। তবে ওই মেগা ফাইনালের আগে যতটা না আলোচনা তার চেয়ে অনেক বেশি আলোচনা মাঠের বাইরের বিতর্ক নিয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে একে অপরের ছায়া মাড়াতেও নারাজ দু'দেশের ক্রিকেটাররা। এমনকী, প্রোটোকল মেনে ম্যাচের আগে যে ফটোশুট হয়, সেটাতেও আপত্তি জানিয়েছেন সূর্যকুমার যাদব।
মাঠের মতো মাঠের বাইরেও পাক-সংশ্রব এড়িয়ে চলতে চাইছে ভারত। যে কোনও বহুদলীয় প্রতিযোগিতার ফাইনালের আগে ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়কের ছবি তোলাই দস্তুর। কিন্তু এশিয়া কাপ ফাইনালের আগে দুটো টিমের ফটোশুট হয়নি। সূত্রের খবর, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি পাক অধিনায়ক আঘার সঙ্গে একফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলতে চাননি। ফাইনালের আগে এ নিয়ে প্রশ্ন করা হলে পাক অধিনায়ক আঘা বলছেন, "ওদের যা ইচ্ছা ওরা করতে পারে। আমরা নিয়ম মেনেই চলব। বাকিটা ওদের উপর নির্ভর করছে। চাইলে আসবে। না এলে আমাদের কিছু করার নেই।"
এখানেই শেষ নয়, আঘা যেন সূর্যর সঙ্গে করমর্দন করতে মরিয়া। ওই বিতর্ক নিয়ে পাক অধিনায়কের বক্তব্য, "আমি পেশাদার ক্রিকেট খেলছি ২০০৭ থেকে। কখনও দেখিনি যে ম্যাচের মধ্যে দুটো দল হাত মেলাচ্ছে না।" তাঁর দাবি, ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন এর থেকেও খারাপ সম্পর্ক ছিল, তখনও দুই দল একে অপরের বিরুদ্ধে খেলেছে। তখনও হাত মিলিয়ে দু’দলের ক্রিকেটারেরা। আঘা বলছেন, "ক্রিকেটাররা হাত না মেলানো ভালো উদাহরণ নয়।"
ভারত ফটোশুটে না যাওয়ায় আরও একটা প্রশ্ন প্রবল হচ্ছে, ফাইনালে জিতলে আদৌ টিম ইন্ডিয়া ট্রফি নেবে তো? সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে পাক বোর্ডের প্রধান তথা এসিসি প্রধান মহসিন নকভি ফাইনালে মাঠে থাকবেন। এবং যেহেতু তিনি এসিসি চেয়ারম্যান, তাই চ্যাম্পিয়ন টিমকে ট্রফিও তুলে দেবেন। কিন্তু তিনি ট্রফি দিলে ভারতীয় দল কি সেটা নিতে মঞ্চে উঠবে? সেই প্রশ্নটাই ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। ভারতীয় বোর্ডের তরফ থেকে অবশ্য এই ইস্যু নিয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। সূর্যকুমাররা এশিয়া কাপ ফাইনাল জিতলে নকভির হাতে থেকে আদৌ ট্রফি নেন কি না, সেটাই এখন দেখার।
