shono
Advertisement
Bangladesh squad

মুখেই আড়ম্বর! টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্য দল ঘোষণা বাংলাদেশের

বিশেষ পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেননি বাংলাদেশের নির্বাচকরা।
Published By: Prasenjit DuttaPosted: 01:25 PM Jan 04, 2026Updated: 01:27 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআইয়ের নির্দেশে এবছর আইপিএল খেলা হবে না মুস্তাফিজুর রহমানের। তারপর থেকে এই বিষয়ে সুর চড়া করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকী ঘুরপথে 'প্রতিহিংসা' চরিতার্থ করার চেষ্টা শুরু করে তারা। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার 'বদলা' হিসাবে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তও নেয় বিসিবি। যদিও সেই সুর নরম হয়েছে কয়েক ঘণ্টাতেই। আর এই আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল তারা।

Advertisement

লিটন কুমার দাসের নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে। যদিও বিশেষ পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেননি বাংলাদেশের নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে, এমন খেলোয়াড়দের নিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। লিটনের ডেপুটি হিসাবে দায়িত্ব সামলাবেন সইফ হাসান। যাঁকে নিয়ে এত বিতর্ক, সেই মুস্তাফিজুরও জায়গা পেয়েছেন। দু'দিন আগেই যিনি দ্রুততম পেসার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন।

জায়গা পাননি জাকের আলি, নাজমুল হোসেনের মতো ক্রিকেটারেরা। প্রত্যাশা মতোই রয়েছেন শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদে মতো ক্রিকেটারেরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন, এমন ন'জন আসন্ন বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। উল্লেখ্য, 'সি' গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইটালি, নেপালের সঙ্গে রয়েছে বাংলাদেশ।

ভারতে বিশ্বকাপ খেলতে না আসার ব্যাপারে মুখে 'আড়ম্বর' দেখালেও শেষমেশ ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি আইসিসিকে লেখা চিঠিতে জানাবে না বিসিবি। এমনই শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করা হতে পারে। নিরাপত্তার বিষয়ে কী কী পদক্ষেপ করা হচ্ছে সেটা জানতে চাওয়া হতে পারে। কিন্তু ম্যাচ সরানোর দাবি তাতে থাকবে না। বিসিবি বুঝতে পেরেছে, মাত্র একমাসের মধ্যে আর বিশ্বকাপের ভেন্যুবদল সম্ভব নয়। তাই শেষমুহূর্তে তাঁদের বোধোদয় হয়েছে। আর এবার বিতর্কের এই আবহে বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ।

বাংলাদেশের দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামিম হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান শাকিব, তাসকিন আহমেদ, মহম্মদ সইফুদ্দিন এবং শরিফুল ইসলাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিসিসিআইয়ের নির্দেশে এবছর আইপিএল খেলা হবে না মুস্তাফিজুর রহমানের।
  • তারপর থেকে এই বিষয়ে সুর চড়া করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
  • যদিও সেই সুর নরম হয়েছে কয়েক ঘণ্টাতেই। আর এই আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি।
Advertisement