সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে নিষিদ্ধ হল আইপিএল সম্প্রচার। সোমবার মহম্মদ ইউনুসের নেতৃত্বাধী অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, আইপিএলের সম্প্রচার, আইপিএল সংক্রান্ত বিজ্ঞাপন এবং আইপিএল সংক্রান্ত সমস্ত প্রচার আপাতত নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না মেলা পর্যন্ত নিষিদ্ধ থাকবে আইপিএল সম্প্রচার। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার 'বদলা' হিসাবেই এই পদক্ষেপ করল বাংলাদেশ প্রশাসন।
সোমবার সকালে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয় আইপিএল ইস্যুতে। সেখানে বলা হয়, '২০২৬ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের কোনও যৌক্তিক কারণ জানা নেই। কিন্তু মুস্তাফিজুরকে নিয়ে এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকে ব্যথিত, মর্মাহত এবং ক্ষুব্ধ করেছে। তাই পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আইপিএলের ম্যাচ এবং অন্যান্য সমস্ত সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।'
গত শনিবার ভারতীয় বোর্ড জানিয়ে দেয়, আগামী আইপিএলে মুস্তাফিজুরকে খেলানো যাবে না। তারপর থেকেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক। মূলত ইউনুস সরকারের চাপে পড়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিঠি দিয়েছে আইসিসিকে। ভারতে খেলতে চায় না বাংলাদেশ, এই মর্মে চিঠি লিখেছে বিসিবি। এমনকী ভারতের নিরাপত্তা নিয়েও বাংলাদেশ বোর্ড সন্দেহ প্রকাশ করেছে।
এবার ক্রিকেটে আরও বড়সড় কোপ বসাল 'মৌলবাদী' ইউনুস সরকার। আইপিএলের মতো টুর্নামেন্ট গোটা বিশ্বে জনপ্রিয়। কিন্তু দেশবাসীকে সেই টুর্নামেন্টের আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। সম্প্রতি সংখ্যালঘু নির্যাতনের জেরে আরও তিক্ত হয়েছে দুই দেশের সম্পর্ক। এবার সেই বৈরিতার কোপ পড়ল ২২ গজেও। তবে পরের মাসেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। তখনও এই নিষেধাজ্ঞা জারি থাকবে কি?
