সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের বদলা হিসেবে মধ্যরাতে অপারেশন সিঁদুরের প্রভাব পড়েছে ক্রিকেটেও। এই পরিস্থিতিতে নাহিদ রানা এবং রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি। বাংলাদেশের এই দুই ক্রিকেটার এখন পিএসএল খেলতে রয়েছেন পাকিস্তানে। এই অবস্থায় কেমন রয়েছেন নাহিদ-রিশাদরা? তাদের নিরাপত্তাও বা কেমন? তা নিয়ে চিন্তায় বাংলাদেশ।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, "নিরাপত্তা পরিস্থিতির উপর গত ২৪ ঘণ্টা ধরে নজর রাখছে বিসিবি। বাংলাদেশের যে ক্রিকেটাররা পিএসএল খেলছেন, তাঁদের সুস্থতা এবং নিরাপত্তা সবার আগে। বোর্ড নাহিদ রানা ও রিশাদ হোসেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও পরিস্থিতির উপর নজর রাখছেন। পিএসএল সিইও সলমন নাসির আর রিশাদের সঙ্গে তিনি কথা বলেছেন।"
তাছাড়াও বিসিবি'র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, "ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের কথা হয়েছে। পিসিবি'র সঙ্গেও যোগাযোগ রাখছি। রিশাদ ও নাহিদ এখন নিরাপদে রয়েছেন।" সূত্রের খবর, এই মুহূর্তে ক্রিকেটারদের ফেরানোর ব্যাপারে বিসিবি থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতি যদি খারাপের দিকে গেলে ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর অপারেশন সিঁদুরের সরাসরি প্রভাব আইপিএলে পড়েছে। ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর দেশের সীমান্তবর্তী এলাকার ১৮টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে একাধিক দলের ‘ট্র্যাভেল প্ল্যানে’ পরিবর্তন আসছে। বিমানযাত্রার আরামদায়ক সফর ছেড়ে সড়কপথে যাত্রা করতে হবে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে। জানা গিয়েছে, শ্রীনগরের পাশাপাশি বুধবার সারাদিনের জন্য বন্ধ থাকবে লেহ, অমৃতসর এবং চণ্ডীগড় বিমানবন্দর। এগুলি ছাড়াও তালিকায় রয়েছে জম্মু, পাঠানকোট যোধপুর, জয়সলমের, শিমলা, ধরমশালা এবং জামনগর বিমানবন্দরও। এর মধ্যে ধরমশালা ও চণ্ডীগড় বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব সরাসরি পড়ছে আইপিএলে। আর এই পরিস্থিতিতে পাকিস্তানের উপর যে কোনও মুহূর্তে প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে পাকিস্তানেও যদি বিমানবন্দর বন্ধ হয়ে যায়, তাহলে ক্রিকেটারদের বাংলাদেশে ফেরাতে কালঘাম ছোটাতে হবে বাংলাদেশকে।
