shono
Advertisement
Yuzvendra Chahal

'অল আইজ অন...', ইউনুসের হিংসার বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব চাহাল

এর আগে সরব হয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলার শৌভিক চক্রবর্তী।
Published By: Arpan DasPosted: 09:43 AM Dec 27, 2025Updated: 10:04 AM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত বাংলাদেশ। শেখ হাসিনার অপসারণ চেয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ক্রমশ মৌলবাদীদের আস্ফালন আর সংখ্যালঘুদের ত্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্রেফ ধর্মাচরণের জন্য আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের। যার জলজ্যান্ত উদাহরণ দীপু দাস হত্যাকাণ্ড। ওপার বাংলার এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে এবার মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল।

Advertisement

ভারতীয় স্পিনার সোশাল মিডিয়ায় একটি ছবি দিয়েছেন। যেখানে একজনকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। চারপাশে আগুন জ্বলছে। অসংখ্য ছায়ামূর্তি তার দিকে আঙুল তাক করে দাঁড়িয়ে। পাশে ভাঙা দেব মূর্তি ও জ্বলন্ত মন্দির। সঙ্গে চাহাল লিখেছেন, 'সব নজর এখন বাংলাদেশি হিন্দুদের দিকে। হিন্দুদের নিধন বন্ধ করো। বাংলাদেশে হিন্দুদের জন্য ন্যায়বিচার চাই।'

উল্লেখ্য, কট্টরপন্থী ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই ফের অশান্ত বাংলাদেশ। ধর্মীয় অবমাননার অভিযোগে বাংলাদেশে নারকীয় ভাবে হত্যা করা হয়েছে সংখ্যালঘু যুবক দীপু দাসকে। ২৫ বছরের দীপুকে পিটিয়ে এবং পুড়িয়ে খুন করা হয় বলে অভিযোগ। আরও বহু জায়গায় সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এসবের মধ্যে ফের নিরাপত্তাহীনতায় ভুগছেন ওপারের হিন্দুরা। চাহাল যে ছবিটা আপলোড করেছেন, তাতে অনেকেই দীপুর মৃত্যুর ছবির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে চাহালই একমাত্র দীপুর হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার হয়েছেন। তবে এর আগে ইস্টবেঙ্গলের ফুটবলার শৌভিক চক্রবর্তী সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ‘বাংলাদেশের হিন্দু পরিবারগুলিরও নিরাপত্তার অধিকার রয়েছে। শুধু ধর্মাচরণ, স্বাধীনভাবে বাঁচা আর বাক স্বাধীনতার জন্য যাতে কাউকে ভয় পেতে না হয়। প্রতিবাদ করার সময় এসে গিয়েছে। চলুন সত্যিটা প্রকাশ্যে আনি। আর হিন্দুদের জন্য নিরাপত্তা নিশ্চিত করি।’ বাংলাদেশের 'নির্বাসিত' ক্রিকেটার শাকিব আল হাসানও দীপু দাসের মৃত্যু নিয়ে সোশাল মিডিয়ায় লিখেছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অশান্ত বাংলাদেশ। শেখ হাসিনার অপসারণ চেয়ে আন্দোলন শুরু হয়েছিল।
  • তা ক্রমশ মৌলবাদীদের আস্ফালন আর সংখ্যালঘুদের ত্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
  • স্রেফ ধর্মাচরণের জন্য আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের। যার জলজ্যান্ত উদাহরণ দীপু দাস হত্যাকাণ্ড।
Advertisement