সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একযুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয়। পর পর দুই আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়া। দুবাইয়ের মাটিতে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি পেল ভারতীয় দল। রোহিতদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই (BCCI)। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যদের ৫৮ কোটি টাকা উপহার হিসাবে দেবে বোর্ড। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে।

বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরার খেতাব পাওয়া ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা দেওয়া হবে। টিম ইন্ডিয়ার ১৫ জন ক্রিকেটার তো বটেই, কোচ গৌতম গম্ভীর, তাঁর কোচিং স্টাফের অন্য সদস্য এবং সাপোর্ট স্টাফের সদস্যরাও আর্থিকভাবে পুরস্কৃত হবেন। এমনকী অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরাও এই পুরস্কারের অংশ পাবেন। পরে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, চ্যাম্পিয়ন দলের সব সদস্য পাবেন ৩ কোটি টাকা করে। হেড কোচ গৌতম গম্ভীরকেও দেওয়া হবে ৩ কোটি টাকা। সহকারী কোচ অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে, ব্যাটিং কোচ শীতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নে মর্কেল পাবেন ৫০ লক্ষ টাকা করে। সাপোর্ট স্টাফের অন্য সদস্যরাও ওই একই অঙ্কের টাকা পাবেন। বোর্ডের কর্তারা পাবেন মাথাপিছু ২৫ লক্ষ টাকা করে।
গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে বোর্ড। বিশ্বকাপ (T20 World Cup) সফরকারী দলে সব মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন। ক্রিকেটার, কোচিং স্টাফ, মিডিয়া অফিসার, ভিডিও বিশ্লেষণকারী দলও ছিল।
বিসিসিআই সভাপতি রজার বিনি বলছেন, "পরপর আইসিসি ট্রফি জেতাটা সত্যিই স্পেশ্যাল। এই পুরস্কার ক্রিকেটারদের লড়াই এবং পরিশ্রমের স্বীকৃতি।" বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার বক্তব্য, "ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের এই পুরস্কার দিতে পেরে বিসিসিআই গর্বিত। এটা বহু বছরের কঠোর পরিশ্রম এবং সুপরিকল্পিত কৌশলের ফল।"