সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের শুরুতেই বিভ্রাট। না, মাঠে নয় সেটা ঘটল স্ক্রিনে। ম্যাচ শুরুর আগে যখন ধারাভাষ্যকাররা কথা বলছিলেন, তখন স্ক্রিনে ভেসে ওঠে, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। কিন্তু সেটা তো তখন দেখানোর কথা নয়। এখানেই শেষ নয়। ম্যাচ শুরুর পর স্ক্রিনে দেখা যায়, আরসিবি'র হয়ে বোলিং করছেন কোহলি। যদিও তখন বল করছিলেন জস হ্যাজলউড। আসলেই পুরোটাই গ্রাফিক্স বিভ্রাট। গ্রাফিক্সের ভুলেই এই গণ্ডগোল আইপিএলের প্রথম ম্যাচে।

ম্যাচ শুরুর আগে ইডেনে আলাপচারিতায় মত্ত ছিলেন ধারাভাষ্যকাররা। সেখানে ছিলেন রবিন উত্থাপ্পা, সুনীল গাভাসকর, সুরেশ রায়নারা। হঠাৎ নীচের স্ক্রিনে দেখা যায় টসে জিতেছে নাইট রাইডার্স। এমনকী ব্যাট করতেও নেমে পড়েছে তারা। নারিনের সঙ্গে রয়েছেন ডি'কক। আর বল করছেন ভুবনেশ্বর কুমার। যিনি কিনা এদিনের ম্যাচের প্রথম একাদশেই নেই। যা দেখে চমকে ওঠেন নেটিজেনরা।
গণ্ডগোলের এখানেই শেষ নেই। টসে হারে কেকেআর। যদিও প্রথমে তাদের ব্যাটেই পাঠান আরসিবি অধিনায়ক রজত পাতিদার। সেখানেও গণ্ডগোল। স্ক্রিনে দেখা যায়, বল করছেন বিরাট কোহলি। অথচ তখন বল হাতে হ্যাজলউড ছুটে আসছেন। এবার বিষয়টি বুঝতে পারেন সমর্থকরা, যে এটা গ্রাফিক্স বিভ্রাট। তবে 'বিরাট-বোলিং'য়ের মজা নিতে ছাড়েননি নেটিজেনরা।