বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় রদবদলের সম্ভাবনা। যার জেরে এক ধাক্কায় ৪ কোটি টাকা বেতন কমতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের। অথচ কোহলির ফর্ম নিয়ে তো কোনও প্রশ্ন নেই। তাহলে হঠাৎ কেন এই পদক্ষেপ নিতে চাইছে অজিত আগরকরের নির্বাচক কমিটি? এমনকী বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে দু'ধাপ নেমে যেতে পারে দুই মহাতারকা।
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি এখন চারটি ভাগে বিভক্ত। এ+ চুক্তিতে এখন রয়েছেন রোহিত, কোহলি, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এরপর আছে এ, বি ও সি বিভাগ। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী এ+ বিভাগটি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আগরকরের নির্বাচক কমিটি। বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলে এই নিয়ে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ+ বিভাগে থাকার সৌজন্যে রো-কো বার্ষিক বেতন পান ৭ কোটি টাকা করে। কিন্তু নতুন প্রস্তাবে দু'ধাপ নেমে তাঁদের ঠাঁই হতে পারে বি বিভাগে। যেখানে বার্ষিক বেতন ৩ কোটি। কিন্তু এ+ বিভাগের পর কেন এ বিভাগে নামানো হচ্ছে না রো-কো'কে? কেন সরাসরি দু'ধাপ পতন? যা নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, "যদি এই নতুন বিভাগ চালু হয়, তাহলে প্লেয়াররা কটা ফরম্যাট খেলছে, সেই অনুযায়ী ভাগ করা হবে। তাঁদের ঐতিহ্য বা সাফল্য দেখে নয়।"
রোহিত ও কোহলি, দুজনেই এখন শুধু ওয়ানডে খেলেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। আরেক বোর্ড কর্তার বক্তব্য, "এখনও কিছুই চূড়ান্ত হয়নি। কিন্তু চেষ্টা করা হচ্ছে ওয়ার্কলোড, ফরম্যাট ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় চুক্তি সাজাতে।" তবে পুরো বিষয়টি এপেক্স কাউন্সিলের পরবর্তী মিটিংয়েই পরিষ্কার হয়ে যাবে। সাধারণত এপ্রিল মাস নাগাদ কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত হয়। গ্রেড এ-তে থাকা শুভমান গিল দুই ফরম্যাটের অধিনায়ক। তিনি পান ৫ কোটি টাকা। অন্যদিকে টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন ৩ কোটির গ্রেড বি'তে।
