shono
Advertisement
Virat Kohli

কোহলির অবসর রুখতে মরিয়া বিসিসিআই! সাহায্য চেয়ে প্রভাবশালী ক্রিকেটারের দ্বারস্থ বোর্ড?

ওই প্রভাবশালী ব্যক্তি কথা বলবেন বিরাটের সঙ্গে, খবর সূত্রের।
Published By: Anwesha AdhikaryPosted: 12:07 AM May 11, 2025Updated: 12:07 AM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির অবসর রুখতে মরিয়া বিসিসিআই! সূত্রের খবর, কিং কোহলি যেন অবসর না নেন, সেটা নিশ্চিত করতে ক্রিকেটমহলে অত্যন্ত প্রভাবশালী কারোওর শরণান্ন হয়েছে বোর্ড। সেই প্রভাবশালী ব্যক্তি বিরাটের সঙ্গে কথা বলবেন এবং তারপর অবসরের সিদ্ধান্ত পালটে ফেলবেন বিরাট, সম্ভবত বোর্ড এমনটাই আশা করছে বলে সূত্রের খবর।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, কোহলি ইতিমধ্যেই বোর্ডকে অবসর বার্তা জানিয়ে দিয়েছেন। এমনকী, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান বলে খবর। এই আবহে শোনা যাচ্ছে, কোহলি নাকি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির চলাকালীন একাধিকবার সতীর্থদের বারবার মনে করিয়ে দিয়েছিলেন, তাঁর টেস্ট কেরিয়ার খুব শীঘ্র ‘অবসান’ হতে চলেছে। যদিও এও শোনা যাচ্ছে, নেতৃত্ব ফিরে না পাওয়ার হতাশা থেকেই নাকি টেস্টে অবসরের পথে কোহলি।

এহেন জল্পনা শুরু হওয়ার পরেই নাকি আসরে নেমেছে বিসিসিআই। আইএএনএস নামে এক সংবাদমাধ্যমের দাবি, বিরাটের অবসর রুখতে ক্রিকেটমহলের এক অত্যন্ত প্রভাবশালীর সঙ্গে বোর্ড যোগাযোগ করেছে বোর্ড। ওই প্রভাবশালী ব্যক্তি কথা বলবেন বিরাটের সঙ্গে। এখনই যেন টেস্ট থেকে বিরাট অবসর না নেন, সেটা বোঝাবেন ওই প্রভাবশালী। তিনি নাকি রোহিত শর্মার সঙ্গেও কথা বলেছিলেন, কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত রোহিত অবসর ঘোষণা করে দেন টেস্ট থেকে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ক্রিকেটের স্বার্থে কোহলিকে ইংল্যান্ড সফরে দেখতে আগ্রহী। এই পরিস্থিতিতে বিসিসিআই ইতিমধ্যেই কোহলিকে বলেছে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। সেই কারণেই বল এখন কোহলির কোর্টে বলে মনে হচ্ছে। তবে এক্ষেত্রে আরও একটি তথ্য উঠে আসছে। কোহলি নাকি আরও একবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। যদিও বিসিসিআই তাতে সায় দেয়নি। নিছকই ফর্মের জন্য বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চাইছেন, এমন আপাত সরল ভাবনা হয়তো সঠিক নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, কোহলি ইতিমধ্যেই বোর্ডকে অবসর বার্তা জানিয়ে দিয়েছেন।
  • তিনি নাকি রোহিত শর্মার সঙ্গেও কথা বলেছিলেন, কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত রোহিত অবসর ঘোষণা করে দেন টেস্ট থেকে।
  • কোহলি নাকি আরও একবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। যদিও বিসিসিআই তাতে সায় দেয়নি।
Advertisement