shono
Advertisement
BCCI

মাত্র ৮ মাসেই ছাঁটাই, ভারতীয় দল থেকে বরখাস্ত গম্ভীরের পছন্দের সহকারী

দুই কোচকে ছেঁটে ফেলল বোর্ড।
Published By: Anwesha AdhikaryPosted: 09:52 AM Apr 17, 2025Updated: 10:24 AM Apr 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীরের পছন্দের কোচকে ছাঁটাই করে দিল বিসিসিআই। জানা গিয়েছে, সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল অভিষেক নায়ারকে। কোপ পড়েছে ফিল্ডিং কোচ টি দিলীপের উপরেও। তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। তবে এই দু'জনের পরিবর্ত হিসাবে এখনও কারোওর নাম ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, আপাতত সহকারী কোচ রায়ান টেন দুশখাতেই দায়িত্ব সামলাবেন। 

Advertisement

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পরেই গম্ভীর নিজে নাকি জানিয়েছিলেন, একজন ব্যাটিং কোচের প্রয়োজন আছে ভারতীয় দলে। তখনই প্রশ্ন ওঠে, এতদিন সহকারী কোচ এবং ব্যাটিং কোচ হিসাবে জাতীয় দলের সঙ্গে যুক্ত আছেন অভিষেক। কিন্তু গম্ভীরের ‘প্রিয়পাত্র’ অভিষেকের অবদান কতখানি? কেকেআরের প্রাক্তন সদস্য নায়ারের উপর চাপ আরও বাড়াতে সীতাংশু কোটাককে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করে বিসিসিআই। তার মাসতিনেকের মধ্যেই ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ছেঁটে ফেলা হল অভিষেক নায়ারকে। মাত্র ৮ মাস ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বোর্ড সূত্রে খবর, ব্যাটিং কোচ হিসাবে অভিষেকের ভূমিকা নিয়ে সংশয় ছিল। ব্যাটারদের মোটেই সাহায্য করতে পারতেন না তিনি। মূলত সেই কারণেই ছেঁটে ফেলা হল তাঁকে। অন্যদিকে, রাহুল দ্রাবিড়ের আমল থেকে ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসাবে দায়িত্বে ছিলেন দিলীপ। তবে ভারতীয় দলের ফিল্ডিংয়ে চোখে পড়ার মতো উন্নতি ঘটেনি। গত মাসে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও একাধিকবার ক্যাচ ফস্কেছেন ফিল্ডাররা। সেই ব্যর্থতার জেরেই ছাঁটাই করা হল টি দিলীপকে। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও বরখাস্ত করা হয়েছে ভারতীয় দল থেকে। সূত্রের খবর, বাদ পড়েছেন এক টিম ম্যাসিওরও।

সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হবে ওই সিরিজের মাধ্যমেই। সেই সিরিজের আগে হয়তো বেশ কয়েকজন নতুন মুখকে দেখা যাবে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ হিসাবে। যেহেতু আপাতত আন্তর্জাতিক ক্রিকেট নেই ভারতের, তাই ছেড়ে যাওয়া কোচদের দায়িত্ব সামলাবেন পুরনো কোচরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পরেই গম্ভীর নিজে নাকি জানিয়েছিলেন, একজন ব্যাটিং কোচের প্রয়োজন আছে ভারতীয় দলে।
  • ব্যাটিং কোচ হিসাবে অভিষেকের ভূমিকা নিয়ে সংশয় ছিল। ব্যাটারদের মোটেই সাহায্য করতে পারতেন না তিনি।
  • সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হবে ওই সিরিজের মাধ্যমেই।
Advertisement