সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ংকর চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। মনে করা হয়েছিল অন্তত তিনমাস সময় লাগবে মাঠে ফিরতে। কিন্তু দু’মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শর্তসাপেক্ষে প্রত্যাবর্তন ঘটেছে। কিন্তু প্রথম ম্যাচে কি খেলতে পারবেন?
১১ জানুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৫ জনের স্কোয়াডে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে তাঁর দলে থাকার বিষয়টি নির্ভর করছে ফিটনেসের উপর। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের ছাড়পত্র পেলেই কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। তবে চোট থেকে ফিরে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি শ্রেয়স। সব ঠিক থাকলে ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে নামতে চলেছেন তিনি।
তবে ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইট জানিয়েছে, শ্রেয়স ম্যাচ খেলার জন্য প্রায় ফিট। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "প্রথম ম্যাচের আগে শ্রেয়স ৯৯ শতাংশ তৈরি হয়ে যাবে। যে এক শতাংশ সংশয় আছে, তা হল শ্রেয়স ১০০ ওভারের ম্যাচ খেলতে পারবে কি না। বিজয় হাজারের ম্যাচে সেটাই দেখা হবে। তবে এখন বলাই যায়, শ্রেয়স মোটামুটি ফিট।"
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে প্লীহায় ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। দিনতিনেক পরে হাসপাতাল থেকে ছাড়া পান। বোর্ডের মেডিক্যাল টিম তৎপরতা না দেখালে, তাঁর জীবন সংশয় হতে পারত। দেশে ফিরে রিহ্যাব শুরু করেন। যান বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। ডিসেম্বরের শেষেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন। তবে প্লীহার ভয়ংকর চোটের জন্য মাত্র একমাসে ছ’কেজি ওজন কমে গিয়েছে শ্রেয়সের। ফলে কমেছে তাঁর শক্তিও। যদিও সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে কামব্যাকের জন্য তৈরি শ্রেয়স।
