সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে বিশ্বকাপ জিততেই চাকরি ফিরে পেলেন বাবা। গত নভেম্বরে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। সেই দলের অন্যতম সদস্য ক্রান্তি গৌড়ের বাবাকে কনস্টেবলের চাকরিতে আবার ফিরিয়ে আনা হয়েছে। মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী বিশ্বাস সারাং জানিয়েছেন, পুলিশের চাকরিতে আবারও যোগ দিতে পারবেন ক্রান্তির বাবা মুন্না সিং। উল্লেখ্য, ১৪ বছর আগে কনস্টেবলের চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
কেন শাস্তি পেয়েছিলেন ক্রান্তির বাবা? ২০১২ সালে নির্বাচনের সময়ে কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকরি হারান তিনি। এরপর থেকে ক্রান্তির পরিবার দারিদ্রের সঙ্গে লড়াই করে আসছে। বিশ্বজয়ী ক্রিকেটারকে একবেলার খাবার সংগ্রহের জন্যও কঠিন পরিশ্রম করতে হয়েছে। আট সদস্যের পরিবারে যাতে কোনও আঁচ না লাগে, তার জন্য বাস কন্ডাক্টর হিসাবে কাজ করেছেন। গ্রামের এই ধুলোমাখা পথ পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্রান্তি। বিশ্বকাপে ৮ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি।
বিশ্বজয়ী ক্রান্তিকে সংবর্ধনা দেওয়ার সময়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “আপনার পরিবারের অসুবিধার কথা জানতে পেরেছি। রাজ্য সরকারের কাছে আবেদন করার নিয়ম রয়েছে। আমরা নিয়ম অনুসারে আপনার বাবার চাকরি পুনর্বহাল করব।” সেই প্রতিশ্রুতি অবশেষে পূরণ করেছে মধ্যপ্রদেশ সরকার। যাবতীয় প্রক্রিয়া শেষে ক্রান্তির বাবাকে কনস্টেবলের পদে আবারও ফিরিয়ে আনা হয়েছে।
ক্রান্তির বাবার চাকরি ফেরার খবর জানিয়ে মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী বলেন, "এই পদক্ষেপে ওই পরিবার স্বস্তি ফিরবে। এই সরকার যে অ্যাথলিটদের প্রতি সম্মান করে, এটা তারই উদাহরণ। ক্রান্তির স্বপ্ন ছিল, উর্দি পরে সসম্মানে অবসর নেবেন তাঁর বাবা। সেই স্বপ্নও পূরণ হবে এবার।" উল্লেখ্য, সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে বেশ ভালো পারফর্ম করেছেন ক্রান্তি। এবার তাঁর পাখির চোখ টি-২০ বিশ্বকাপ।
