সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সাম্প্রতিক ফর্ম উদ্বেগে রাখছে টিম ইন্ডিয়াকে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর ফর্মে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু ঠিক কী করতে হবে তার জন্য? সেই উপায় বাতলে দিলেন রিকি পন্টিং (Ricky Ponting)। একই সঙ্গে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের অফ ফর্মে কিছুটা অবাক তিনি।
ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত গতবারের চ্যাম্পিয়ন। এবার খেতাব ধরে রাখার জন্য সূর্যর ব্যাট চলাটা খুবই দরকার। যা নিয়ে পন্টিং বলছেন, "সূর্যর সাম্প্রতিক দুর্দশা থেকে আমি অবাকই হয়েছি। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ও দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফর্ম করেছে। কিন্তু এখন একটু সমস্যায় পড়েছে।"
ঠিক কোথায় সমস্যা হচ্ছে? পন্টিংয়ের বক্তব্য, "আমি ওর সেরা ফর্মের খেলা দেখেছি। প্রথমে ৬ থেকে ৮টা বল ও সময় নেয়। তারপর ব্যাট চালানো শুরু করে। তখন মনে হয়, ওকে আউট করাই যাবে না। ঠিক যেমন ট্র্যাভিস হেডের ক্ষেত্রে হচ্ছে। আমি সূর্যকে পরামর্শ দেব, নিজের উপর ভরসা রাখো। আত্মবিশ্বাসী থাকো। রান করার কথা ভাবো, আউট হওয়ার কথা ভেবো না। তুমি তো নিজেকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছ। আরেকবার সবার সামনে নিজেকে প্রমাণ করো।"
সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মে নেই সূর্য। গত বছর একটিও অর্ধশতক করতে পারেননি। ২০২৫ সালে ১৯ ইনিংসে মাত্র ২১৮ রান করেছেন। গড় মাত্র ১৩.৬২। স্ট্রাইক রেট ১২৩.১৬। সর্বোচ্চ এশিয়া কাপে করা ৪৭ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ৩-১ ব্যবধানে ভারত সিরিজ জিতেলেও চার ইনিংসে সূর্যকুমার করেছেন মাত্র ৩৪ রান। গড় মাত্র ৮.৫০। স্ট্রাইক রেটও তথৈবচ। মাত্র ১০৩.০৩। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। এখন দেখার, ব্যাটে রানের খরা কাটাতে পারেন কি না টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক।
