shono
Advertisement
Yuvraj Singh

'মাত্র ৬ মাস বাঁচতাম...', ক্যানসারের যন্ত্রণা সামলে কামব্যাকের কাহিনি শোনালেন যুবরাজ

'ভেবেছিলাম বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট কেরিয়ারে আরও উন্নতি হবে', আক্ষেপ যুবির।
Published By: Anwesha AdhikaryPosted: 12:16 PM Jan 06, 2026Updated: 01:04 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেবেছিলেন বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট কেরিয়ারে আরও উন্নতি হবে। কিন্তু যুবরাজ সিংয়ের জীবনটা আচমকাই বদলে যায়। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, মেরেকেটে ৬ মাস পর্যন্ত বাঁচবেন তিনি। কিন্তু মৃত্যুর কাছে হার মানতে না চেয়ে যুবির লড়াই শুরু হয়। ক্যানসারকে হারিয়ে আবারও ক্রিকেট মাঠে ফেরেন। সেই কঠিন সময় নিয়ে এবার মুখ খুললেন ছয় ছক্কা হাঁকানো তারকা।

Advertisement

প্রাক্তন ইংরেজ ক্রিকেটার কেভিন পিটারসনের ইউটিউব চ্যানেলে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন যুবরাজ। তিনি বলেন, "প্রায় ৪০টা টেস্ট আমি শুধু জল বয়েছি। সাত বছর অপেক্ষার পর ভেবেছিলাম, বিশ্বকাপ জেতার পর টেস্ট দলে আমার জায়গাটা পাকা হবে। অস্ট্রেলিয়া সফরে যাওয়া নিয়ে খুবই উত্তেজিত ছিলাম।" কিন্তু সেই সফরে আর যাওয়া হয়নি যুবির। তার আগেই কার্যত আল্টিমেটাম দিয়ে দেন চিকিৎসকরা। তাই অস্ট্রেলিয়া নয়, চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিতে হয় যুবিকে।

তারকা অলরাউন্ডার বলেন, "আমাকে বলে দেওয়া হয়, বড়জোর তিন থেকে ছয়মাস পর্যন্ত বেঁচে থাকব। আমার ফুসফুস আর হৃদয়ের ঠিক মাঝখানে টিউমারটা হয়েছিল। স্নায়ুর উপর চাপ বাড়ছিল। চিকিৎসকদের কথা শুনেই মনে হয়েছিল বোধহয় মরে যাব। আমাকে ডাক্তাররা বলেন যদি কেমো নিতে শুরু না করি তাহলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে।" তবে আমেরিকায় গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠেন যুবি। বিখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ লরেন্স আইনহর্ন তাঁকে সাহস জুগিয়েছিলেন। বলেছিলেন, "তুমি এমন একজন মানুষ হিসাবে ফিরে আসবে যার শরীরে ক্যান্সার ছিলই না।"

মারণ রোগের সঙ্গে লড়াই করে মাত্র দেড় বছর পরেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন যুবরাজ। ওয়ানডে কেরিয়ারে নিজের সর্বোচ্চ স্কোর করেন ২০১৭ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন সেবছর। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবি। তারপরেও একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতে ভারত, পাকিস্তানকে হারিয়ে। এবার নিজের কেরিয়ারের অন্ধকারতম সময় নিয়ে মুখ খুলেছেন যুবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাক্তন ইংরেজ ক্রিকেটার কেভিন পিটারসনের ইউটিউব চ্যানেলে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন যুবরাজ।
  • আমেরিকায় গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠেন যুবি। বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ লরেন্স আইনহর্ন তাঁকে সাহস জুগিয়েছিলেন।
  • মারণ রোগের সঙ্গে লড়াই করে মাত্র দেড় বছর পরেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন যুবরাজ। ওয়ানডে কেরিয়ারে নিজের সর্বোচ্চ স্কোর করেন ২০১৭ সালে।
Advertisement