shono
Advertisement
Rohit Sharma and Virat Kohli

রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বোর্ড! ২০২৭ বিশ্বকাপে ভরসা গিলের 'নতুন ভারত'?

২০২৭-র বিশ্বকাপের সময় দুই তারকারই বয়স চল্লিশের কোঠায় পৌঁছে যাবে।
Published By: Arpan DasPosted: 04:25 PM Aug 05, 2025Updated: 04:37 PM Aug 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সফরের আগে আচমকাই টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় শুভমান গিলের হাতে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কামব্যাকে ড্র করে অনেক অঙ্কই বদলে দিয়েছেন শুভমান গিল। এবার কি ওয়ানডে নেতৃত্বও তাঁর হাতে তুলে দেওয়া হবে? রোহিত-বিরাটের ওয়ানডে ভবিষ্যৎ কী? জানা যাচ্ছে, ২০২৭-র বিশ্বকাপকে মাথায় রেখে দুই মহাতারকার সঙ্গে আলোচনায় বসতে পারে বিসিসিআই।

Advertisement

এই মুহূর্তে কোহলির বয়স ৩৬, রোহিত শর্মার বয়স ৩৮। ২০২৭-র বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে চল্লিশ। তাঁর ফিটনেস নিয়ে এমনিতেই অনেক প্রশ্নচিহ্ন আছে। ফর্মেও ওঠানামা লেগে রয়েছে। অন্যদিকে বিরাটের বয়স হবে ৩৬। এখনও পর্যন্ত ফিটনেস নিয়ে সমস্যা না থাকলেও, বয়স থাবা বসাতে পারে। ফলে ২০২৭-এর নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য তৈরি থাকবেন দুই মহাতারকা?

সেই নিয়ে রোহিত-কোহলির সঙ্গে আলোচনায় বসতে চলেছে বিসিসিআই। বোর্ডের এক সূত্র বলছে, "বিশ্বকাপের জন্য এখনও দু'বছর রয়েছে। কোহলি ও রোহিত, দুজনেই তখন ৪০-এর কাছাকাছি পৌঁছে যাবে। ফলে আমাদের এখন থেকেই পরিষ্কার পরিকল্পনা করতে হবে। কারণ আমরা শেষ বিশ্বকাপ জিতেছি ২০১১ সালে। এই সময়ের মধ্যে আমাদের নতুন প্রতিভাদের সুযোগ দিতে হবে।"

ওই সূত্র আরও বলেন, "সাদা বলের ক্রিকেটে কোহলি ও রোহিত, দুজনের অবদান অনস্বীকার্য। ওরা প্রায় সব কিছুই জিতেছে। আমরা কোনও ভাবেই ওদের উপর কিছু চাপিয়ে দেব না। কিন্তু আসন্ন ওয়ানডে চক্রের আগে সৎ ও পেশাদারভাবে আলোচনা দরকার। আমাদেরও জানতে হবে, শারীরিক ও মানসিকভাবে ওরা কোন জায়গায় আছে। তার উপর অনেক কিছু নির্ভর করবে।" তাহলে কি গিলের 'নতুন ভারত'-এই আস্থা রাখতে চলেছে বোর্ড?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ড সফরের আগে আচমকাই টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
  • নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় শুভমান গিলের হাতে।
  • ২০২৭-র বিশ্বকাপকে মাথায় রেখে দুই মহাতারকার সঙ্গে আলোচনায় বসতে পারে বিসিসিআই।
Advertisement