shono
Advertisement
BGT 2024-25

অ্যাডিলেডে পর পর দুবার আলো বন্ধ কেন? আজব সাফাই মাঠ কর্তৃপক্ষের

প্রথম দিনের খেলায় ৫ মিনিটের ব্যবধানে দুবার আলো বন্ধ হয় অ্যাডিলেডে।
Published By: Subhajit MandalPosted: 02:14 PM Dec 07, 2024Updated: 03:22 PM Dec 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড টেস্টের (BGT 2024-25) প্রথম দিনের আলো বিভ্রাট নিয়ে ভালোমতো মুখ পুড়েছে অজি ক্রিকেট বোর্ডের। অস্ট্রেলিয়ার মতো দেশে এভাবে খেলার মাঝে বিদ্যুৎ বন্ধ! খানিকটা হলেও অপ্রত্যাশিত। যদিও আলো বন্ধের অদ্ভুদ কারণ উঠে আসছে স্থানীয় সূত্রে। শোনা যাচ্ছে, মাঠকর্মীদের ভুলেই কাণ্ডটি ঘটেছে। বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা ছিল না।

Advertisement

অ্যাডিলেডে দিনরাতের টেস্টে ৫০ হাজার দর্শক খেলা দেখতে এসেছিলেন। টেস্ট ক্রিকেটের জন্য যা দুর্দান্ত বিজ্ঞাপন। দর্শকপূর্ণ স্টেডিয়ামে টানটান ম্যাচে আচমকাই তাল কাটে। দিনের তৃতীয় সেশনে তখন ক্রিজে ছিলেন দুই অজি ব্যাটার নাথান ম্যাকসুইনি এবং মার্নাস লাবুশানে। বল করছিলেন হর্ষিত রানা। সেসময়ে আচমকাই মাঠের সব ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। অন্ধকারে ঢেকে যায় পুরো মাঠ। ফ্লাডলাইট নিভে গেলেও মাঠের অন্যান্য আলো জ্বলছিল। কোনওমতে পরিস্থিতি সামাল দিয়ে ফ্লাডলাইট জ্বালানো হয়। শুরু হয় খেলা। মিনিট পাঁচেকের মধ্যে আবার বিভ্রাট। আবারও নিভে যায় ফ্লাডলাইট। সবমিলিয়ে ১০ মিনিট ব্যাহত হয় খেলা। তবে সাময়িক সমস্যা মিটিয়ে আবার খেলা শুরু হয় দিনরাতের টেস্টে।

কেন বন্ধ হল ফ্ল্যাডলাইট? তাহলে কি বিদ্যুৎ সরবরাহে সমস্যা ছিল? অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সে কথা বলছে না। অজি সংবাদমাধ্যমের খবর বলছে, ওই সময় স্টেডিয়ামের পাশের অনুশীলন মাঠের আলো বন্ধ করতে চেয়েছিলেন গ্রাউন্ড স্টাফরা। কিন্তু প্রযুক্তিগত গোলমালের জন্য মাঠের চারটি লাইট স্ট্যান্ডের আলোগুলি নিভে যায়। যদিও ভুল বুঝতে পেরে সেটা শুধরে নেওয়া হয়।

কিন্তু মিনিট পাঁচেকের মধ্যে আবার বিভ্রাটের কারণ কী? এবারও কারণটা অদ্ভুদ। মাঠ কর্তৃপক্ষ জানাচ্ছে, এবারে নাকি ওই অনুশীলনেরই মাঠের আলো জ্বালাতে গিয়েছিলেন মাঠকর্মীরা। কারণ, অস্ট্রেলিয়ার ব্যাটাররা অনুশীলন করতে চেয়েছিলেন। এবারেও ওই একই ভুলের জন্য নিভে যায় মাঠের আলো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের আলো বিভ্রাট নিয়ে ভালোমতো মুখ পুড়েছে অজি ক্রিকেট বোর্ডের।
  • স্ট্রেলিয়ার মতো দেশে এভাবে খেলার মাঝে বিদ্যুৎ বন্ধ! খানিকটা হলেও অপ্রত্যাশিত।
  • আলো বন্ধের অদ্ভুদ কারণ উঠে আসছে স্থানীয় সূত্রে।
Advertisement