সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বল হাতে ভারতের একমাত্র ভরসা তিনি। তার মধ্যে ব্যাটিং ব্যর্থতারও শিকার হয়েছে টিম ইন্ডিয়া। এবার কি ব্যাট হাতেও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন জশপ্রীত বুমরাহ? তৃতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে ভারতীয় পেসার গুগল করতে বললেন তাঁর ব্যাটিং রেকর্ডের কথা।
গাব্বা টেস্টে নখদন্তহীন দেখিয়েছে ভারতীয় বোলিংকে। একটি করে উইকেট পেয়েছেন আকাশ দীপ ও নীতীশ রেড্ডি। দেদার রান বিলিয়ে দুটি উইকেট তুলেছেন মহম্মদ সিরাজ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৪৪৫ রানে। আবার ব্যাট করতে নেমেও বিপর্যয়ের শিকার হয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫১ রান করে ধুঁকছে ভারত। ব্যর্থ হয়েছেন যশস্বী, শুভমান, বিরাট ও ঋষভ পন্থ।
সেই প্রসঙ্গ তুলে বুমরাহকে প্রশ্ন করা হয়, "ব্যাটিং নিয়ে আপনার কী মত? যদিও এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার লোক আপনি নন। তবুও গাব্বার বর্তমান পরিস্থিতিতে কী করা উচিত?" সপাটে উত্তর দেন বুমরাহ। তিনি বলেন, "এটা আকর্ষণীয় প্রশ্ন। কিন্তু যদি আমার ব্যাটিং নিয়েই প্রশ্ন ওঠে, তাহলে বলব গুগল করে দেখুন। সেখানে গিয়ে দেখুন, টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড কার নামে আছে?"
উল্লেখ্য, ২০২২ সালে বার্মিংহ্যামে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৪ রান তুলেছিলেন বুমরাহ। ৩টি ছয়ের পাশাপাশি হাঁকিয়েছিলেন ৩টি চারও। টেস্টে এক ওভারে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। ঠান্ডা মাথায় সেটার কথা মনে করিয়ে উপযুক্ত জবাব দিলেন বুমরাহ।
কিন্তু ভারতীয় বোলিং নিয়ে যে সমস্যা আছে, সেটা স্বীকার করে নিয়েছেন তিনি। বুমরাহ বলেন, "আমরা কারওর দিকে আঙুল তুলি না। আমাদের বোলিং বিভাগ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কাজ সবাইকে সাহায্য করা। আমাকেই সব করতে হবে, তার কোনও মানে নেই। আমাদের দলে এগারো জন রয়েছে। এটা একটা সফর। নিজেদের উন্নতি নিজেদেরই করতে হবে।"