দেবাশিস সেন, পারথ: রোহিত শর্মার অনুপস্থিতিতে তাঁর কাঁধে নেতৃত্বের গুরুভার। তাও এমন একটা সময় যখন দল একেবারে খাদের কিনারে। সদ্য ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জার সাক্ষী হয়েছে দল। সামনে অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন চ্যালেঞ্জ। দলে চোট আঘাত জনিত একাধিক সমস্যা। রোহিতের মতো সিনিয়র ক্রিকেটার নেই। বিরাট কোহলি বিশ্রী ফর্মে। কিন্তু জশপ্রীত বুমরাহ পিছনে ফিরে তাকাতে রাজি নন। কোনওরকম পিছুটান, অতীত রেকর্ড মনে রাখতে রাজি নন। অধিনায়ক হিসাবে পারথ টেস্ট তিনি শুরু করতে চান শূন্য থেকে।
প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে বুমরাহ জানিয়ে দিলেন, "ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কিন্তু কোনও বোঝা বয়ে নিয়ে যেতে চাই না। ওখানে পরিস্থিতি আলাদা ছিল এখানে আলাদা।" প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা, তা নিয়ে নানা জল্পনা হয়েছে সংবাদমাধ্যমে। কিন্তু বুমরাহ (Jasprit Bumrah) জানালেন, শুরুতেই টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে দিয়েছিল, তিনিই পারথে নেতৃত্ব দেবেন। বুমরাহ বলছেন, "দলকে নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি। আগেও এই কাজটা করেছি।"
প্রথম টেস্টে (Border Gavaskar Trophy) ভারতের জন্য যা যা চিন্তার বিষয় সেগুলির মধ্যে অন্যতম বিরাট কোহলির ফর্ম। কিন্তু অধিনায়ক বুমরাহ চিন্তিত নন বিরাটকে নিয়ে। তিনি বলছেন, "একটা দুটো সিরিজ খারাপ যেতেই পারে। কোহলিকে কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। আমি ওর অধীনে অভিষেক করেছি।" বুমরাহ বলছেন, "আমরা যখন এখানে প্রথমবার এসেছিলাম। আমরা ভালো করেছিলাম। এবার সময় এসেছে তরুণদের দায়িত্ব নিতে হবে।"
ভারত অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন, প্রথম ম্যাচের প্রথম একাদশ নির্ধারণ করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। তবে কারা কারা খেলবেন, সেটা এদিন স্পষ্ট করতে চাননি ভারত অধিনায়ক। তবে ভারতীয় দল সূত্রের খবর, প্রথম একাদশে অভিষেক হতে চলেছে নীতীশ রানা এবং হর্ষিত রানার। দেবদত্ত পড়িক্কলও দলে সুযোগ পেতে পারেন। অশ্বিন এবং জাদেজা দুই স্পিনারের মধ্যে খেলবেন একজন।