shono
Advertisement
Cheteshwar Pujara

অস্ট্রেলিয়া সফরে অভিজ্ঞ পূজারাকে চেয়েছিলেন গম্ভীর, আবেদন খারিজ নির্বাচকদের

অস্ট্রেলিয়ার মাটিতে ১১ ম্যাচে ৯৯৩ রান রয়েছে পূজারার।
Published By: Arpan DasPosted: 02:44 PM Jan 01, 2025Updated: 02:44 PM Jan 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে হেরে বর্ডার গাভাসকর ট্রফিতে ১-২ ব্যবধানে পিছিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। যে ব্যাটিং ছিল ভারতের শক্তি, তা দুর্বলতায় পরিণত হয়েছে। সেক্ষেত্রে পূজারার মতো একজন থাকলে কি সুবিধা হত? ভক্তদের দাবি ছিল সেরকম। এমনকী খোদ গৌতম গম্ভীরও পূজারাকে দলে চেয়েছিলেন। তারপরও কেন সুযোগ পেলেন না তিনি?

Advertisement

জানা যাচ্ছে, নির্বাচকরা গম্ভীরের আবেদন খারিজ করে দেন। বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ রোহিত-বিরাটের মতো অভিজ্ঞরা। রানের দেখা নেই শুভমান গিল ও ঋষভ পন্থের ব্যাটেও। মেলবোর্নে তিন নম্বরে নেমে রান পাননি কেএল রাহুল। এই অবস্থায় পূজারা থাকলে কি সমস্যা মিটত? অনেকেই সেটা অনুমান করছেন। বিশেষ করে গত দুবার অজিভূমে ভারতের সাফল্যের পিছনে তাঁর যথেষ্ট অবদান ছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবারও তাঁকে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু নির্বাচকরা গম্ভীরের আবেদনে সাড়া দেননি বলেই খবর। এমনকী পারথে ভারত ২৯৫ রানে জয় পাওয়ার পরও পূজারার কথা ফের বলেছিলেন ভারতীয় কোচ।

অজি পেসার জস হ্যাজেলউডও পর্যন্ত বলেছিলেন, পূজারা না থাকায় অনেকটা চিন্তামুক্ত তাঁরা। আর পূজারার অনুপস্থিতিতে ভারতের অভিজ্ঞ ব্যাটাররাও 'ফ্লপ'। সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে অনবদ্য পারফরম্যান্স রয়েছে ৩৭ বছর বয়সি ব্যাটারের। ১১ ম্যাচে ৯৯৩ রান রয়েছে তাঁর। গড় ৪৭.২৮। শেষবার তিনি ভারতের জার্সিতে টেস্ট খেলেছেন ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। সেখানে দুই ইনিংসে যথাক্রমে ১৪ ও ২৭ রান করেছিলেন তিনি। বর্তমানে ক্রিকেটার হিসেবে না থাকলেও ধারাভাষ্যকার হিসেবে অস্ট্রেলিয়ায় রয়েছেন পূজারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেলবোর্নে হেরে বর্ডার গাভাসকর ট্রফিতে ১-২ ব্যবধানে পিছিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।
  • বিশেষ করে, যে ব্যাটিং ছিল ভারতের শক্তি, তা দুর্বলতায় পরিণত হয়েছে।
  • খোদ গৌতম গম্ভীর পূজারাকে দলে চেয়েছিলেন। তারপরও কেন সুযোগ পেলেন না তিনি?
Advertisement