সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) আগে চোট সমস্যায় রীতিমতো জর্জরিত ভারতীয় দল। ইতিমধ্যেই আঙুলে চোটের জন্য প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে গিয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটার শুভমান গিল। অনুশীলনে কমবেশি চোট আঘাতে ভুগতে হয়েছে বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালদেরও। এবার রিজার্ভ দলের পেসার খলিল আহমেদও চোটের কবলে পড়লেন। তাঁর বদলে অস্ট্রেলিয়া পাঠানো হল যশ দয়ালকে (Yash Dayal)।
বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ায় অন্যতম অস্ত্র হতে চলেছেন মিচেল স্টার্ক। বাঁহাতি পেসাররা বরাবর ভোগায় ভারতকে। সেকথা ভেবেই রিজার্ভ দলে ডাকা হয়েছিল খলিল আহমেদকে। যাতে অনুশীলনে অন্তত ভারতীয় ব্যাটাররা বাঁহাতি পেসারকে খেলে অভ্যস্ত হতে পারেন। কিন্তু খলিলও চোট পেয়েছেন। নেটে বল করতে পারছেন না। ভারতীয় দলের চিকিৎসকেরা রাজস্থানের বাঁহাতি পেসারকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আসন্ন মুস্তাক আলি ট্রফিতে তিনি খেলবেন কিনা, সেটাও স্পষ্ট নয়। তিনি দেশে ফিরে আসছেন বলে খবর।
খলিলের বদলেই রিজার্ভ দলে যোগ দেবেন দয়াল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ দলে ছিলেন তিনি। প্রোটিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়েও খেলার কথা ছিল তাঁর। কিন্তু বোর্ডের তড়িঘড়ি তলবে জোহানসবার্গ থেকেই সোজা পারথে উড়ে যাচ্ছেন আরসিবির বাঁহাতি পেসার। তিনি নেটে বিরাটদের বোলিং করবেন। মূল দলের পেসারদের কেউ চোট পেলে তাঁকে মূল দলে ঢোকানোর কথা ভাবা হতে পারে।
জাতীয় দলের জার্সিতে এখনও না খেললেও একাধিক সিরিজে দলে থেকেছেন দয়াল। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ দলেও ছিলেন। আইপিএল নিলামের আগে তাঁকে রিটেন করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি আরসিবিও। বস্তুত ২০২২ সালে রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ ছক্কা খাওয়া যশ দয়াল নিজেকে বদলে ফেলেছেন। রীতিমতো ঢুকে পড়েছেন জাতীয় দলের চৌহদ্দিতে।