shono
Advertisement
Ishan Kishan

'হতাশাকে ঘাড়ে চাপতে দেওয়া চলবে না', ট্রফি জিতিয়ে নির্বাচকদের বার্তা 'বঞ্চিত' ঈশানের

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে নজির গড়ে সেঞ্চুরি হাঁকান ২৭ বছর বয়সি এই ক্রিকেটার।
Published By: Prasenjit DuttaPosted: 11:56 AM Dec 19, 2025Updated: 12:05 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। তারপর বোর্ডের নির্দেশ অমান্য করায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। এবার চলছে তাঁর প্রত্যাবর্তনের লড়াই। আর বিধ্বংসী সেঞ্চুরিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে ঝাড়খণ্ডকে জিতিয়ে 'বঞ্চিত' তকমা ঘোচানোর মরিয়া চেষ্টা উইকেটকিপার-ব্যাটারের। হরিয়ানার বিরুদ্ধে ১০১ রানের ইনিংস খেলে অবশেষে মুখ খুললেন ঈশান কিষান। 

Advertisement

টসে জিতে ঝাড়খণ্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় হরিয়ানা। ওপেন নেমে রীতিমতো তাণ্ডব চালান ঈশান। তাঁর ৪৯ বলে ১০১ রানের ইনিংসে ছিল ছ'টা চার ও ১০টা ছয়। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসাবে সেঞ্চুরির নজিরও এটা। এর আগে কোনও অধিনায়ক ফাইনালে সেঞ্চুরি হাঁকাননি। তালিকায় দ্বিতীয় স্থানে রজত পাতিদার। গত মরশুমের ফাইনালে তিনি করেছিলেন অপরাজিত ৮১।

এখানেই শেষ নয়। হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে অভিষেক শর্মার সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডের সমান করলেন ঈশান। অভিষেক ৫৪ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছেন, আর ঈশান এখন ৬২ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন। ৩৮ বলে ৮১ রান করেন কুমার কুশাগ্রা। এই দুইয়ের দাপটে ঝাড়খণ্ড ২০ ওভারে ২৬২ রানের পাহাড় গড়ে। জবাবে ১৯৩ রানে শেষ হয় হরিয়ানার ইনিংস।

দলকে ট্রফি জিতিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন এই উইকেটকিপার-ব্যাটার। ঈশান বলেন, "যখন আমাকে ভারতীয় দলে নেওয়া হয়নি, খারাপ লেগেছিল। কারণ ভালো পারফর্ম করছিলাম। নিজেকে বুঝিয়েছিলাম, যদি এত ভালো খেলার পরেও আমাকে যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে হয়তো আরও কঠোর পরিশ্রম করতে হবে। দলকে জিততে সাহায্য করতে পেরে ভালো লাগছে। এটা হয়তো দরকার ছিল। হয়তো আমাদের ইউনিট হিসাবে ভালো পারফর্ম করার প্রয়োজন ছিল।" উল্লেখ্য, সৈয়দ মুস্তাক আলি ট্রফি দুরন্ত ফর্মে পাওয়া গিয়েছে ঈশানকে। ১০ ম্যাচে করেছেন ৫১৭ রান করে তিনিই শীর্ষ রান সংগ্রাহক। গড় ৫৭.৪০। স্ট্রাইকরেট ১৯৭.৩। 

২৭ বছর বয়সি এই ক্রিকেটার আরও বলেন, "হতাশাকে ঘাড়ে চাপতে দেওয়া চলবে না। তরুণদের কাছে এটাই আমার বার্তা। হতাশা তোমাকে এক পা পিছিয়ে নিয়ে যাবে। সেই সময় তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তুমি যা অর্জন করতে চাও, সেই দিকে মনোযোগ দিতে হবে। জানি যে তুমি অনেক সময় সুযোগের আশা করো। যখন নিজের নাম দেখতে পাও না, তখন তোমার খারাপ লাগে। কিন্তু এখন আমি সেসব ভাবি না। তাই কিছু আশা করছি না। আমার কাজ হল কেবল পারফর্ম করে যাওয়া।" ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। এখন দেখার, জাতীয় নির্বাচকরা ঈশান কিষানকে 'দ্বিতীয় সুযোগ' দেন কি না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে।
  • তারপর বোর্ডের নির্দেশ অমান্য করায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন।
  • এবার চলছে তাঁর প্রত্যাবর্তনের লড়াই।
Advertisement