shono
Advertisement
Yuzvendra Chahal

সত্যিই কি চাহালের থেকে ৬০ কোটি টাকা ডিভোর্সের খোরপোশ দাবি? মুখ খুলল ধনশ্রীর পরিবার

সম্প্রতি চাহাল ও ধনশ্রীর ডিভোর্সের খবর প্রকাশ্যে এসেছে।
Published By: Arpan DasPosted: 08:12 PM Feb 21, 2025Updated: 08:12 PM Feb 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য প্রকাশ্যে এসেছে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদের খবর। যদিও দুপক্ষের কেউই এই বিষয়ে সিলমোহর দেননি। এর সঙ্গে সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আরেকটি খবর। ডিভোর্সের জন্য নাকি ধনশ্রী ৬০ কোটি টাকা খোরপোশ চেয়েছেন চাহালের থেকে। সত্যিই কি তাই? সেই বিষয়ে মুখ খুলল ধনশ্রীর পরিবার।

Advertisement

স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এগুলো ভুয়ো খবর। ধনশ্রীর পরিবারের এই সদস্য জানাচ্ছেন, "খোরপোশ নিয়ে ভিত্তিহীন খবর ঘুরে বেড়াচ্ছে। এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে, এই টাকা কখনও চাওয়া হয়নি। এই ধরনের খবরে কোনও সত্যতা নেই। এভাবে ভুল খবর ছড়ানো দায়িত্বজ্ঞানের অভাব। শুধু দুপক্ষ নয়, তাঁদের পরিবারকে নিয়ে এই খবর ক্ষতি করছে। আমরা সংবাদ মাধ্যমদের অনুরোধ করব, সত্যতা যাচাই না করে এই ধরনের খবর ছড়াবেন না।"

এদিকে ধনশ্রীর আইনজীবী জানাচ্ছেন, বিবাহ বিচ্ছেদের ব্যাপারে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, "বিষয়টি এখনও বিচারাধীন। আমি এই বিষয়ে কোনও কথা বলতে চাই না। চারদিকে প্রচুর ভুয়ো খবর রটছে। সেগুলোর সত্যতা যাচাই করা দরকার।"

যদিও সূত্রের খবর, বৃহস্পতিবার বান্দ্রার ফ্যামিলি কোর্টে হাজির ছিলেন তারকা দম্পতি। সেখানেই বিবাহবিচ্ছেদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জানা যাচ্ছে, গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন জাতীয় দলের তারকা স্পিনার চাহাল এবং নৃত্যশিল্পী। সেই কথা আদালতে জানান তাঁরা। তারপরই ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে চাহাল লেখেন, ঈশ্বর নানা বিপদের হাত থেকে রক্ষা করেছেন। অন্যদিকে ধনশ্রীর ইনস্টাগ্রামে বার্তা, ঈশ্বরে বিশ্বাস রাখলে সব ভালো হয়। উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা চলছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্য প্রকাশ্যে এসেছে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদের খবর। যদিও দুপক্ষের কেউই এই বিষয়ে সিলমোহর দেননি।
  • এর সঙ্গে সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আরেকটি খবর।
  • ডিভোর্সের জন্য নাকি ধনশ্রী ৬০ কোটি টাকা খোরপোশ চেয়েছেন চাহালের থেকে।
Advertisement