shono
Advertisement
Jos Buttler

'আজব টুর্নামেন্ট', ভারতের দুবাইয়ে খেলা নিয়ে খোঁচা ইংল্যান্ড অধিনায়ক বাটলারের

অন্য গ্রুপে থাকা ইংল্যান্ডেরও যত 'মাথাব্যথা' ভারতকে নিয়ে।
Published By: Arpan DasPosted: 10:02 AM Feb 26, 2025Updated: 10:02 AM Feb 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'বাড়তি' সুবিধা পাচ্ছে ভারত! প্রকাশ্যে কেউ বলছেন না। কিন্তু ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছেন অনেকেই। ভারত কেন দুবাইয়ে খেলছে? টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া বাংলাদেশ-পাকিস্তান ইতিমধ্যে এই নিয়ে হাজারও প্রশ্ন তুলছে। এবার তাতে পরোক্ষভাবে সুর মেলালেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

Advertisement

বৃষ্টির জন্য ভেস্তে যায় 'বি' গ্রুপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ফলে আরও চাপ বেড়েছে ইংল্যান্ডের। প্রথম ম্যাচ হারায় তাদের ঝুলিতে এখনও পয়েন্ট শূন্য। আফগানিস্তান ম্যাচ বাটলারদের জন্য 'ডু অর ডাই'। কিন্তু তার আগেও ইংরেজ অধিনায়কের মুখে ভারতের কথা। রোহিতরা অবশ্য ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। দুবাইয়ে পাকিস্তান-বাংলাদেশ, দুদেশই পরাস্ত হয়েছে টিম ইন্ডিয়ার সামনে।

এর মধ্যে বাটলারের বক্তব্য, "আমার মতে, এটা একটা আজব টুর্নামেন্ট। তাই না? কেউ পাকিস্তানে খেলছে। আর একটা দল খেলছে অন্য জায়গায়। তবে সেটা নিয়ে আপাতত আমরা ভাবছি না। আমরা এখন আফগানিস্তানের ম্যাচ নিয়েই ভাবছি।" তবে বাটলার মুখে যাই বলুন না কেন, ভারতের ম্যাচ নিয়ে অনুযোগের সুরে তাল মেলালেন তিনিও। এর আগে প্যাট কামিন্সের এরকম একটি বক্তব্য প্রকাশ্যে এলেও, পরে তা অস্বীকার করেন তিনি।

উল্লেখ্য, হাইব্রিড মডেলে ভারতের সব ম্যাচ দুবাইয়ে। ক্রিকেট মহলের একাংশের অভিযোগ, সব ম্যাচে দুবাইয়ে খেলা মানে বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। একে তো দুবাইয়ের পরিস্থিতি ভারতের জন্য মানানসই। তার উপরে আবার নিয়মিত দুবাই স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়া। সেখানে অন্য দলগুলো এক ম্যাচের জন্য এখানে খেলতে আসবে। তবে পালটা যুক্তিও রয়েছে। এই মেগা টুর্নামেন্টের স্টেকহোল্ডারদের মতামত অনুসারেই সূচি তৈরি হয়েছে। সকলেই জানত ভারত দুবাইয়েই সব ম্যাচ খেলবে, অভিযোগ জানানোর হলে সে সময়ই জানানো যেত। কিন্তু তখন সেই নিয়ে কেউ উচ্চবাচ্য করেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'বাড়তি' সুবিধা পাচ্ছে ভারত! প্রকাশ্যে কেউ বলতে পারছেন না।
  • কিন্তু ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছেন অনেকেই।
  • তাতে পরোক্ষভাবে সুর মেলালেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
Advertisement