সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আম্পায়ার কারা থাকবেন? জানিয়ে দিল আইসিসি। এছাড়া ফোর্থ রেফারি বা ম্যাচ আম্পায়ারদের তালিকাও প্রকাশ্যে এসেছে।

৯ মার্চ ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। রোহিতরা যেমন অস্ট্রেলিয়াকে চূর্ণ করে ফাইনালে উঠেছেন, তেমনই নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। গ্রুপ পর্বের ম্যাচেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে ৪৪ রানে জিতেছিলেন রোহিতরা।
তবে দুবাইয়ের ফাইনালের লড়াই অন্যরকম হতেই পারে। সেখানে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। ফোর্থ আম্পায়ার থাকবেন কুমার ধর্মসেনা ও ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। ৫৮ বছর বয়সি রেইফেল নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের দায়িত্বে ছিলেন। অন্যদিকে ৬১ বছরের ইলিংওয়ার্থ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে ছিলেন। আর এই দুজনই একসঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্ব সামলেছিলেন ভারত-পাকিস্তান ম্যাচে। সেখানে একতরফা ভাবে জিতেছিলেন বিরাটরা।
ইলিংওয়ার্থ চারবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার। ২০২৩-র ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ও ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দায়িত্বে ছিলেন তিনি। তার মধ্যে প্রথমটি হারলেও, দ্বিতীয়টি জিতেছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কি শেষ হাসি হাসবেন রোহিতরা?
মাঠের আম্পায়ার: পল রেইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থ
তৃতীয় আম্পায়ার: জোয়েল উইলসন
চতুর্থ আম্পায়ার: কুমার ধর্মসেনা
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে