shono
Advertisement
Champions Trophy 2025

ভারত-পাক মহারণের ভাগ্য নির্ধারণ পাঁচ টুকরো লড়াইয়ে, মেগা ম্যাচে নজরে কারা?

খাতায় কলমে মহারণে খানিকটা হলেও এগিয়ে ভারত।
Published By: Subhajit MandalPosted: 09:49 AM Feb 23, 2025Updated: 09:49 AM Feb 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারত-পাক মহারণ। ফের বিশ্বযুদ্ধের আবহ। দুবাইয়ে রবিবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ইদানিং ভারত-বনাম পাকিস্তান লড়াইয়ে টিম ইন্ডিয়া যতই এগিয়ে থাক, চ্যাম্পিয়ন্স ট্রফির নিরিখে কিন্তু পাকিস্তান পিছিয়ে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ পাঁচ সাক্ষাতে ভারতকে হারের মুখ দেখতে হয়েছে ৩ বার। যার মধ্যে সর্বশেষ হারের মুখ দেখতে হয়েছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।

Advertisement

কিন্তু রবিবার কী হবে? খাতায় কলমে নিঃসন্দেহে এগিয়ে ভারত। কিন্তু দুই চিরপ্রতিন্দ্বীর লড়াই সবসময় খাতায় কলমে নির্ধারিত হয় না। মহারণের অন্দরে অনেক টুকরো লড়াই সমান্তরাল ভাবে চলে। সেগুলিই ঠিক করে দেয় মহারণের ভাগ্য। রবিবারও এমনই কয়েকটি টুকরো লড়াইয়ে নজর থাকবে।

রোহিত শর্মা বনাম শাহিন আফ্রিদি:
নতুন বলে সুইং পেলে রোহিতকে বিপদে ফেলতে পারেন শাহিন। তাঁর ইনসুইং সত্যিই বিপজ্জনক। তবে ইদানিং ভারত অধিনায়ক বাঁহাতি পেসারদের ভালো সামলাচ্ছেন। তাছাড়া শাহিন নিজেও ভালো ফর্মে নেই।

শুভমান গিল বনাম নাসিম শাহ:
দুই তরুণ তারকাই দারুন ছন্দে। নতুন বলে গিলকে বিপদে ফেলতে পারেন পাক পেসার। নতুন বলে দুদিকেই সুইং পান পাক পেসার। তবে গিল এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটার। প্রাথমিক বিপদ সামলে দিলেই বিপজ্জনক হয়ে যাবেন তিনি।

বিরাট কোহলি বনাম আবরার আহমেদ:
চলতি বছর পাঁচবার লেগ স্পিনে আউট হয়েছেন বিরাট। আদিল রশিদ থেকে রিশাদ হোসেন, সবাই বিপদে ফেলেছেন বিরাটকে। পাকিস্তানের তরুণ স্পিনারও বিরাটকে চাপে ফেলতে পারেন। তবে তাঁর অভিজ্ঞতা অনেকটাই কম।

মহম্মদ শামি বনাম বাবর আজম:
চেনা ছন্দে না থাকলেও আগের ম্যাচে রান পেয়েছেন বাবর আজম। শামি ছন্দে ফিরেছেন বাংলাদেশের বিরুদ্ধে। দুই তারকার লড়াই নজরে থাকবে। শুরুতে শামি সুইং পেলে বাবরের পক্ষে উইকেট বাঁচানোটাই বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

মহম্মদ রিজওয়ান বনাম কুলদীপ যাদব:
মাঝের ওভারগুলিতে পাকিস্তানের চালিকা শক্তি অধিনায়ক রিজওয়ান। স্পিন ভালো খেলেন। তবে অতীতে তাঁকে সমস্যায় ফেলেছেন কুলদীপ। এবারও কুলদীপ খেললে চাপে পড়তে পারেন রিজওয়ান। তবে রবিবার কুলদীপ প্রথম একাদশে থাকবেন নাকি ভারত বরুণ চক্রবর্তীকে খেলায়, সেদিকেও নজর থাকবে।

এই পাঁচ টুকরো লড়াইয়ের বাইরেও দুদেশের সব তারকার দিকেই কড়া নজর থাকবে। এই ধরনের মহাম্যাচ অনেক সময়ই নতুন তারকা তৈরির মঞ্চ হিসাবে উঠে আসে। রবিবারের দুবাইয়ে তেমন কিছু হয় কিনা দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুবাইয়ে রবিবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
  • ইদানিং ভারত-বনাম পাকিস্তান লড়াইয়ে টিম ইন্ডিয়া যতই এগিয়ে থাক, চ্যাম্পিয়ন্স ট্রফির নিরিখে কিন্তু পাকিস্তান পিছিয়ে নেই।
  • চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ পাঁচ সাক্ষাতে ভারতকে হারের মুখ দেখতে হয়েছে ৩ বার। যার মধ্যে সর্বশেষ হারের মুখ দেখতে হয়েছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।
Advertisement