shono
Advertisement
Champions Trophy 2025

ওয়ানডে নয়, টি-টোয়েন্টি ফরম্যাটে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? পাকিস্তানের গড়িমসির মধ্যেই তুঙ্গে জল্পনা

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের টালবাহানার জন্য এখনও সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি।
Published By: Arpan DasPosted: 09:40 AM Dec 12, 2024Updated: 09:40 AM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। হাইব্রিড মডেল একপ্রকার নিশ্চিত হয়ে গেলেও, তার বিস্তারিত বিবরণ কীরকম হবে, তা প্রকাশ্যে আসেনি। সূচি নিয়েও জলঘোলা অব্যাহত। এবার শুরু নতুন জল্পনা। ওয়ানডে নয়, টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। চর্চায় উঠে আসছে এই নয়া সম্ভাবনা।

Advertisement

সাধারণত কোনও টুর্নামেন্ট শুরুর অন্তত ১০০ দিন আগে সূচি প্রকাশ করে আইসিসি। কিন্তু পাকিস্তানের টালবাহানার জন্য এখনও সেটা করা যায়নি। এদিকে ফেব্রুয়ারি মাসে শুরু ৫০ ওভারের এই প্রতিযোগিতা। নভেম্বর পার করে ডিসেম্বর চলে এসেছে। কিন্তু হাইব্রিড মডেল নিয়ে এখনও ঝুলিয়ে রেখেছে পাক বোর্ড। একাধিক বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি।

আর সেখানেই নয়া জল্পনা। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেহেতু সূচিপ্রকাশ থেকে অন্যান্য ব্যবস্থাপনা, সব ক্ষেত্রেই ক্রমাগত দেরি হচ্ছে, তাই আইসিসি বাধ্য হতে পারে, ওয়ানডে-র বদলে এই টুর্নামেন্ট টি-টোয়েন্টিতে নিয়ে যেতে। তবে পুরো বিষয়টিই জল্পনার স্তরে। যে টুর্নামেন্ট আয়োজন নিয়ে এত শোরগোল, তার ফরম্যাট এভাবে আদৌ বদলাবে কিনা, তা স্বাভাবিকভাবেই প্রশ্নের বিষয়।

প্রসঙ্গত, পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত। অন্যদিকে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে পাকিস্তান একেবারেই রাজি ছিল না। কিন্তু আইসিসির লাগাতার চাপে হার মানতে হয়েছিল পিসিবি। দিন কয়েক আগেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দুবাইয়ের অফিস পরিদর্শনে যান। তার পরেই সূত্র মারফত জানা যায়, সবপক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক যেন শেষ হয়েও শেষ হচ্ছে না।
  • হাইব্রিড মডেল একপ্রকার নিশ্চিত হয়ে গেলেও, তার বিস্তারিত বিবরণ কীরকম হবে, তা প্রকাশ্যে আসেনি। সূচি নিয়েও জলঘোলা অব্যাহত।
  • এবার শুরু নতুন জল্পনা। ওয়ানডে নয়, টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। চর্চায় উঠে আসছে এই নয়া সম্ভাবনা।
Advertisement