shono
Advertisement
Rishabh Pant

খুঁড়িয়ে হাঁটছেন পন্থ, করলেন না কিপিং প্র্যাকটিসও, খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে?

হার্দিক পাণ্ডিয়ার শটে দুর্ঘটনার পুরনো ক্ষতে ফের আঘাত লেগেছিল ভারতীয় দলের উইকেটকিপারের।
Published By: Arpan DasPosted: 10:41 AM Feb 18, 2025Updated: 10:41 AM Feb 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থকে নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে ভারতীয় দলে। রবিবার অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। এমনকী সোমবারও উইকেট কিপিংয়ের অনুশীলন করেননি। সামান্য খোঁড়াতেও দেখা যায়। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন তো?

Advertisement

ঘটনার সূত্রপাত রবিবারের অনুশীলনে। পাশের নেটে ব্যাট করা হার্দিক পাণ্ডিয়ার জোরালো শট এসে আঘাত করে পন্থের পায়ে। প্যাড খুলে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন। যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকেন। অনুমান, গাড়ি দুর্ঘটনায় যেখানে চোট লেগেছিল, এবারও হয়তো সেখানেই লেগেছে।

যার ফল সোমবারের অনুশীলনেও দেখা যায়। উইকেটকিপিং বা ফিল্ডিং প্র্যাকটিস করেননি। ব্যাট হাতে অনুশীলনে নামলেও একেবারেই স্বচ্ছন্দে দেখায়নি তাঁকে। একাধিক বল মিস করেন। যদিও ভারতের প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা কম। তবুও পন্থের চোট নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে।

ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে কেএল রাহুলের খেলার কথা। দুবাইয়ে দ্বিতীয় দিনের অনুশীলনে তাঁকে কিছুটা আগ্রাসী ভঙ্গিতেই খেলতে দেখা যায়। প্রায় প্রতিটি বলই বাউন্ডারির বাইরে পাঠান। যেহেতু রাহুলকে পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে আসতে হবে, তাই ফিনিশারের ভূমিকা সামলাতেও তৈরি তিনি। শ্রেয়স আইয়ারকেও অনুশীলনে বড় শট খেলতে দেখা যায়। সেখানে বিরাট, শুভমান বা রোহিতরা মনোযোগ দিলেন ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগে।

কিন্তু যদি কোনও কারণে রাহুল না খেলতে পারেন? তখন তো ভরসা পন্থই। সেটাও কি এবার অনিশ্চিতের তালিকায়? হার্দিকের শট পায়ে লাগার পর দলের ফিজিও প্রাথমিক শুশ্রূষা শুরু করলেও পন্থের যন্ত্রণা কমেনি। সোমবারের অনুশীলনের পর কিন্তু চিন্তা আরও বাড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঋষভ পন্থকে নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে ভারতীয় দলে।
  • রবিবার অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি।
  • এমনকী সোমবারও উইকেট কিপিংয়ের অনুশীলন করেননি। সামান্য খোঁড়াতেও দেখা যায়।
Advertisement