shono
Advertisement
Champions Trophy

বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি কার? টাই হলে ফের খেতাব হারাবে কিউয়িরা?

২০১৯ বিশ্বকাপে ম্যাচ টাই করে ট্রফি হাতছাড়া হয় নিউজিল্যান্ডের।
Published By: Anwesha AdhikaryPosted: 04:41 PM Mar 07, 2025Updated: 04:41 PM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে তরী ডুবেছিল ২০১৯ বিশ্বকাপে। ফাইনাল ম্যাচ টাই হলেও ট্রফি জেতা হয়নি। সেই একই ঘটনা যদি আবারও ঘটে নিউজিল্যান্ডের সঙ্গে? আবারও যদি টাই হয় খেতাবি লড়াই, তাহলে কীভাবে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন? সেজন্য আলাদা নিয়ম রয়েছে 'মিনি বিশ্বকাপে'।

Advertisement

২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে ২৫ বছর পর। ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। গোটা টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিল দুই দলই। গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে জেতে ভারত। তবে ফাইনালের লড়াই একেবারে অন্যরকম। কিন্তু সেই হাইভোল্টেজ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই দলই যদি সমান রান তোলে তাহলে ফলাফল হবে কিসের ভিত্তিতে?

চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম বলছে, ৫০ ওভারের ম্যাচ যদি টাই হয় তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। যতক্ষণ না ম্যাচের ফলাফল হচ্ছে ততক্ষণ সুপার ওভার খেলবে দুই দল। তার জন্য প্রয়োজন পড়লে একাধিক সুপার ওভার খেলানো হবে। তবে ২০১৯ বিশ্বকাপের মতো নিয়ম কোনওভাবেই বলবৎ হবে না। অর্থাৎ বাউন্ডারি মারার নিরিখে এগিয়ে থাকলেও সেই দলকে জয়ী ঘোষণা করা হবে না। সুপার ওভার যে জিতবে, ট্রফি তার।

যদি বৃষ্টিতে ভেস্তে যায় চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল? ৯ মার্চ খেলা না হলে ১০ মার্চ মাঠে নামবে দুই দল। ৯ মার্চ খেলা শুরু হওয়ার পর মাঝপথে যদি বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, তাহলে ওই নির্দিষ্ট সময়ের পর থেকে খেলা শুরু হবে পরের দিন। সেদিনও যদি ম্যাচের নিষ্পত্তি না হয় তাহলে ট্রফি ভাগ করে নেবে ভারত এবং নিউজিল্যান্ড। ২০০২ সালে এভাবেই যুগ্মজয়ী ঘোষণা করা হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কাকে। উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে থাবা বসিয়েছিল বৃষ্টি। দুদিন ধরে চলা ওই ম্যাচে শেষ পর্যন্ত হেরে যায় ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাইভোল্টেজ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই দলই যদি সমান রান তোলে তাহলে ফলাফল হবে কিসের ভিত্তিতে?
  • বাউন্ডারি মারার নিরিখে এগিয়ে থাকলেও সেই দলকে জয়ী ঘোষণা করা হবে না। সুপার ওভার যে জিতবে, ট্রফি তার।
  • ৯ মার্চ খেলা শুরু হওয়ার পর মাঝপথে যদি বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, তাহলে ওই নির্দিষ্ট সময়ের পর থেকে খেলা শুরু হবে পরের দিন।
Advertisement