shono
Advertisement
Virat Kohli

'ফর্ম যাই হোক না কেন, বিরাটই বিশ্বসেরা', প্রাক্তন সতীর্থকে দরাজ সার্টিফিকেট গেইলের

ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে চেনা ছন্দে ধরা দিলেন কিং কোহলি।
Published By: Anwesha AdhikaryPosted: 10:36 PM Feb 12, 2025Updated: 10:36 PM Feb 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি যতই দুঃসময়ের মধ‌্যে দিয়ে যান। যতই সাম্প্রতিক সময়ে তাঁর ব‌্যাটে রান না থাকুক। ক‌্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের মতে, কোহলি এখনও সেরা। বিশ্বসেরা! একসময়ের সতীর্থকে এমনই দরাজ সার্টিফিকেট দিলেন ইউনিভার্স বস।

Advertisement

দীর্ঘদিনের রান-শুষ্কতা কাটিয়ে কটকে ইংল‌্যান্ড ওয়ান ডে-তে রানে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ঝোড়ো সেঞ্চুরি করে। কিন্তু বিরাট রান পাননি। প্রথম ওয়ান ডে-তে খেলতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক। আর কটকে দ্বিতীয় ম‌্যাচে মাত্র ৫ রান করে আউট হয়ে যান। কিন্তু তাতে কিছু যায়-আসে না ‘ইউনিভার্স বস’-এর। মঙ্গলবার গেইল বরং বলেন, ‘‘ফর্ম যা-ই হোক, বিরাটই এখনও বিশ্বসেরা ব‌্যাটার। বিশ্বাস না হলে, সমস্ত ফর্ম‌্যাট মিলিয়ে ক’টা সেঞ্চুরি ও করেছে, দেখে নিন।’’

আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স ব‌্যাঙ্গালোরে দীর্ঘদিন কোহলির সতীর্থ ছিলেন গেইল। যে কারণে কিং কোহলির দুঃসময়ে বিশ্বস্ত বন্ধুর তাঁর প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন গেইল। বলছিলেন, ‘‘আমাদের ক্রিকেটারদের জীবনে এ রকম সময় আসে যখন কিছুই ঠিকঠাক হয় না। মানছি, কেরিয়ারের শেষ লগ্নে গিয়ে কোহলিকে এ রকম পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। কিন্তু এ জিনিস ঘটতেই পারে। কোহলিকে শুধু নিজের উপর বিশ্বাসটা ঠিক রাখতে হবে।’’ গেইলের এমন বার্তার পরের দিনই চেনা ছন্দে ধরা দিলেন কিং কোহলি। ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে হাফসেঞ্চুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা অক্সিজেন যোগাবে গোটা টিমকে, স্বয়ং বিরাটকেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘদিনের রান-শুষ্কতা কাটিয়ে কটকে ইংল‌্যান্ড ওয়ান ডে-তে রানে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
  • আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স ব‌্যাঙ্গালোরে দীর্ঘদিন কোহলির সতীর্থ ছিলেন গেইল।
  • গেইলের এমন বার্তার পরের দিনই চেনা ছন্দে ধরা দিলেন কিং কোহলি।
Advertisement