সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ের চোট ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে দিয়েছে ঋষভ পন্থকে। ওভালে তাঁর জায়গায় উইকেটকিপিং করবেন ধ্রুব জুড়েল। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল তাঁর। এবার সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনি। তবে ওভাল টেস্টের আগে ধোনির বায়োপিকের দৃশ্যের সঙ্গে জুড়ে গেলেন ধ্রুব জুড়েল। কীভাবে?
গত দু'টি টেস্টে পন্থ চোট পাওয়ায় অনেকটা সময় উইকেটকিপিং করতে হয়েছে জুড়েলকে। কিন্তু পরিবর্ত ক্রিকেটার হিসেবে নামায় ব্যাট করতে পারেননি। আর এ নিয়েই সোশাল মিডিয়ায় মিম। যা মনে ধরেছে এই উইকেটরক্ষকেরও। জুড়েল বলেন, "এমএস ধোনি সিনেমার সেই দৃশ্যটি নিশ্চয়ই মনে আছে। যেখানে স্কুল পড়ুয়া ধোনি বলছে, 'আমি ব্যাট করতে চাই।' কিন্তু শিক্ষক উত্তর দেন, 'না, উইকেটকিপিংই করতে হবে।' জবাব আসে, 'না, আমি ব্যাটিং পছন্দ করি।' ওই শিক্ষক ফের বলেন, 'না, তোমাকে কিপিংই করতে হবে।' অংশটি সত্যিই মজাদার ছিল।" নেটিজেনরা বলছেন, আসলে জুড়েলের বাস্তবতার সঙ্গে মিলে গিয়েছে বলেই তাঁর এই মিম ভালো লেগেছে।
অন্যদিকে, বোর্ডের একটি ভিডিওয় ২৪ বছর বয়সি এই ক্রিকেটার জানিয়েছেন, ঋষভ পন্থের পরামর্শ মেনেই তিনি খেলতে নামবেন। তাঁর কথায়, "একজন সিনিয়র ক্রিকেটার ঋষভ ভাইয়া। কোন লাইনে দাঁড়াতে হবে, সেটা আমাকে বলে দিয়েছে। আমাকে পায়ের নাড়াচাড়ার ব্যাপারে বিশেষ করে নজর দিতে বলেছে। আমাদের ফিল্ডিং কোচ দিলীপ (টি দিলীপ) স্যারের সঙ্গে এ ব্যাপারে কাজ করেছি।"
তিনি আরও বলেন, "ছোটবেলা থেকেই লর্ডসে খেলার কথা ভাবতাম। সেদিন কেবল মুহূর্তটি অনুভব করছিলাম। সেখানে খেলার অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। কিন্তু ঋষভ ভাইয়ার সঙ্গে যা ঘটেছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। তবে লর্ডসে খেলার সুযোগ পেয়ে স্বপ্নপূরণ হয়েছে।" জুরেলের সংযোজন, "বিদেশে গেলে চ্যালেঞ্জ মোকাবিলা করা সবসময়ই বিশেষ একটা ব্যাপার। বিদেশে ভালো খেললেই মানুষ আপনার প্রশংসা করবে। আমিও নিজেকে মেলে ধরতে চাই। সেই কারণে উত্তেজিত। দলকে জেতানোর চেষ্টা করব।" এখন দেখার, ওভালে কতটা সাফল্য পান তিনি।
