সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাতছাড়া হলেও তাঁর অনবদ্য ৮৪ রানের ইনিংসের সৌজন্যেই জয়ের পথ চওড়া হয়ে গিয়েছিল ভারতীয় দলের। আর এবার সেই সুবাদে আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে আরও উন্নতি করলেন বিরাট কোহলি।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন কোহলি। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পর সেমিফাইনালে অজিবাহিনীর বিরুদ্ধে মূল্যবান ইনিংস খেলে আবারও বুঝিয়ে দিয়েছেন তিনিই কিং। ভারতীয় দলকে এখনও অনেক কিছু দেওয়া বাকি তাঁর। মঙ্গলবার দুবাইয়ে ৯৮ বলে ৮৪ রান করে বল বাউন্ডারিতে পাঠাতে গিয়ে আউট হন তিনি। পরে অবশ্য নিজেই স্বীকার করেছেন, সেই সময় একটু ধরে খেললে শতরানে পৌঁছে যেতে পারতেন। তবে সেঞ্চুরি অধরা থাকলেও আইসিসির একদিনের ক্রমতালিকায় একধাপ উঠে পাঁচ থেকে চারে এলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ওয়ানডেতে বিরাটের র্যাঙ্কিং ছিল ৬। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে রান পাননি কিং কোহলি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ২৪২ রান তাড়া করতে নেমে সেঞ্চুরি হাঁকান। ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলার পরেই ক্রমতালিকায় পাঁচ নম্বরে উঠে আসেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে গেলেন বিরাট। এবার রোহিত শর্মাকে পিছনে ফেলে চার নম্বরে এলেন। এই তালিকায় বিরাটের আগে রয়েছেন ভারতীয় তারকা শুভমান গিল (৭৯১ পয়েন্ট), পাকিস্তানের বাবর আজম (৭৭০ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন (৭৬০ পয়েন্ট)। বিরাটের ঝুলিতে ৭৪৭ পয়েন্ট। চলতি টুর্নামেন্টে ২১৭ রান করে সর্বোচ্চ রানপ্রাপকদের তালিকায় তিন নম্বরে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। স্বাভাবিকভাবেই বিরাটের এহেন ফর্ম ফাইনালে তাঁর থেকে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।