shono
Advertisement
Father's Day

'তুমি এত্ত ভালোবাসো', পিতৃদিবসে নিজে হাতে লিখে বিরাটকে মিষ্টি চিঠি ভামিকার, মুগ্ধ নেটদুনিয়া

বিরাটকন্যার মিষ্টি চিঠি দেখে নেটদুনিয়া বলছে, 'অঅঅ'।
Published By: Anwesha AdhikaryPosted: 04:16 PM Jun 15, 2025Updated: 04:16 PM Jun 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'তুমি আমাকে এত্ত ভালোবাসো'। পিতৃদিবসে বিরাট কোহলিকে নিজে হাতে লিখে মিষ্টি শুভেচ্ছা জানাল তাঁর খুদে কন্যা ভামিকা। সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন কোহলিপত্নী অনুষ্কা শর্মা। ভালোবাসায় ভরা সেই মিষ্টি পোস্ট দেখে অভিভূত নেটদুনিয়া। ছোট্ট ভামিকার এমন বার্তাকে ভালোবাসা জানিয়েছেন বিপাশা বসু, সামান্থা রুথ প্রভুর মতো সেলিব্রিটিরাও।

Advertisement

পিতৃদিবস উপলক্ষে সোশাল মিডিয়ায় বাবাকে উৎসর্গ করে পোস্ট করছেন আমজনতা থেকে তারকারাও। বাদ পড়েননি অনুষ্কা। নিজের ইনস্টাগ্রামে দু'টি ছবি পোস্ট করেন বলি অভিনেত্রী। নিজের বাবার ছবির সঙ্গে পোস্ট করেন আরও একটি চিঠির ছবি-যা খুদে ভামিকা লিখেছে তার বাবার জন্য। জোড়া ছবি পোস্ট করে অনুষ্কার বার্তা, 'যে ভদ্রলোককে আমি প্রথম ভালোবেসেছিলাম, আর আমাদের কন্যা যে ভদ্রলোককে প্রথম ভালোবেসেছে-দু'জনকেই পিতৃদিবসের শুভেচ্ছা।' বিশ্বের সমস্ত বাবাকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি বিরাটপত্নী।

তবে নেটদুনিয়ার নজর কেড়েছে বাবাকে লেখা খুদে ভামিকার ছোট্ট চিঠি। কী লিখেছে চার বছরের ভামিকা? বাবাকে তার বার্তা, 'তোমাকে দেখতে আমার ভাইয়ের মতো। তুমি খুব মজার, আমাকে কাতুকুতু দাও। তোমার সঙ্গে খেলতে ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমি আমাকে এত্তটা ভালোবাসো। হ্যাপি ফাদার্স ডে।' সঙ্গে ছোট্ট হার্ট ইমোজি আর ভামিকার সই।

পিতৃদিবসে এমন মিষ্টি শুভেচ্ছা দেখে আপ্লুত নেটদুনিয়া। অনুষ্কার পোস্টে ভালোবাসা জানিয়েছেন একঝাঁক সেলিব্রিটি। পিছিয়ে নেই আমজনতাও। ভামিকার মিষ্টি সই দেখে তাঁদের মন্তব্য, 'অঅঅ'। উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন বিরাট-অনুষ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে তাঁদের কোল আলো করে আসে কন্যা ভামিকা। গতবছর বিরুষ্কার সংসারে এসেছে পুত্র অকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিতৃদিবস উপলক্ষে সোশাল মিডিয়ায় বাবাকে উৎসর্গ করে পোস্ট করছেন আমজনতা থেকে তারকারাও।
  • বিশ্বের সমস্ত বাবাকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি বিরাটপত্নী।
  • ২০১৭ সালের ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন বিরাট-অনুষ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে তাঁদের কোল আলো করে আসে কন্যা ভামিকা।
Advertisement