shono
Advertisement
IND vs ENG

ভালো শুরুর পরেও পুরনো রোগে আক্রান্ত ভারত, অর্ধশতরানের দিকে যশস্বী

শুরুটা আঁটসাঁট করেছিলেন দুই ওপেনার।
Published By: Prasenjit DuttaPosted: 05:33 PM Jun 20, 2025Updated: 05:48 PM Jun 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ জুন আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শুদ্ধা জানালেন ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা। তাঁরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন। আর্মব্যান্ড পরেছিলেন আম্পায়াররাও। হেডিংলিতে শোকজ্ঞাপনের এমনই দৃশ্য দেখলেন ক্রিকেটপ্রেমীরা। এই আবহে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন বেন স্টোকস।

Advertisement

প্রথম সেশনের খেলা দেখে এ কথা আপাতত বলে দেওয়া যায়, যথেষ্ট অঙ্ক কষে নেমেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। কোনও ইংরেজ বোলারই তাঁদের পরাস্ত করতে পারছিলেন না। প্রথম দিকটায় দু'জনেই সামলে শুরু করলেও ধীরে ধীরে যেন আড়মোড়া ভেঙে ব্যাট করতে শুরু করেন।

দু'জনের ব্যাট থেকেই বেরিয়ে আসে কপিবুক কভার ড্রাইভ থেকে স্ট্রেট ড্রাইভ। যেন দৃষ্টিনন্দন খেলার প্রতিযোগিতায় মেতে উঠেছিলেন যশস্বী এবং রাহুল। মনে রাখতে হবে, এই যশস্বী কিন্তু প্রস্তুতি ম্যাচগুলোয় কিছুটা নিষ্প্রভ ছিলেন। চারটে ইনিংসে মাত্র একটিই হাফসেঞ্চুরি ছিল তাঁর। কিন্তু প্রথম টেস্টেই ঝলসে উঠল তাঁর ব্যাট। তিনি অপরাজিত ৪২ রানে।

অন্যদিকে, রাহুলকে যে ওপেনিংয়ে দেখা যাবে তা আগেই আঁচ পাওয়া গিয়েছিল। আইপিএলের পাঠ চুকিয়ে তিনি তড়িঘড়ি ইংল্যান্ডে গিয়েছিলেন। লক্ষ্য ছিল টেস্ট সিরিজের আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করা। সেই লক্ষ্যে তিনি যে পুরোপুরি সফল, তা এদিন বোঝা গেল। তবে, সেট হয়েও অফস্ট্যাম্পের বাইরের বলে অযথা খোঁচা দিয়ে ৪২ রানে আউট হয়ে গেলেন রাহুল। তাঁর উইকেট নেন ব্রাইডন কার্স। এরপর নামের তরুণ তুর্কি সাই সুদর্শন। তবে তাঁর অভিষেক সুখের হল না। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন। স্টোকসের লেগ সাইডের বল ফ্লিক করতে গিয়ে ইংরেজ উইকেটরক্ষকের হাতে জমা হলেন তিনি। ৯২ রানে ২ উইকেট হারিয়ে লাঞ্চে যায় ভারত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শুদ্ধা জানালেন ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা।
  • এই আবহে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন স্টোকস।
  • প্রথম সেশনের খেলা দেখে এ কথা বলাই যায়, যথেষ্ট অঙ্ক কষে নেমেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার।
Advertisement