সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শিক্ষিত। সুপ্রতিষ্ঠিতও। ছিলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী। আজই আদালতের নির্দেশে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। যার জন্য খোরপোশ বাবদ ৪ কোটি ৭৫ লক্ষ টাকা চেয়েছেন ধনশ্রী বর্মা। খোরপোশের দাবি নিয়ে একমতও হয়েছে দুপক্ষ। কিন্তু তা নিয়ে রীতিমতো কটাক্ষের শিকারও হতে হয়েছে ধনশ্রীকে। আর তারই মধ্যে আদালতে যে টি-শার্টটি পরে প্রবেশ করলেন ভারতীয় স্পিনার, তা এই বিতর্ককে আরও উসকে দিল।

বৃহস্পতিবার মুখ মাস্কে ঢেকে আদালতে হাজির হন চাহাল-ধনশ্রী। আদালতের নির্দেশে বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হওয়ার পর চাহালকে জ্যাকেট খুলে কোর্ট থেকে বেরিয়ে যেতে দেখা যায়। সবার নজর কাড়ে চাহালের কালো টি-শার্ট। যার উপর লেখা 'নিজেই নিজের সুগার ড্যাডি হও'। মুহূর্তের মধ্যে যে ছবি ভাইরাল হয়ে যায়। ডিভোর্সের পরই সোশাল মিডিয়ায় চর্চায় আসে। চাহালের ‘সুগার ড্যাডি’ টি-শার্ট। একজন নেটনাগরিক তো কটাক্ষের সুরে লিখেছেন, 'তিনি আক্ষরিক অর্থেই টি-শার্ট পরেছিলেন। তাতে লেখা ছিল, তোমার নিজের সুগার ড্যাডি হও।' অন্য একজন লিখেছেন, 'তার টি-শার্টের শব্দগুলিই সবকিছু বলে দেয়।'
এখানেই শেষ নয়। ধনশ্রীকে নিয়ে আগেও মিম ছড়িয়েছিল। বলা হয়, চাহালের কাছ থেকে নাকি ৬০ কোটি টাকা খোরপোশ দাবি করেছেন ধনশ্রী। যদিও এমন দাবি অস্বীকার করেন চাহাল প্রাক্তনী। তাঁর কথায়, 'এই দাবি ভিত্তিহীন। আমরা রীতিমতো বিরক্ত। একটা কথা পরিষ্কার করে দিতে চাই। এই বিপুল পরিমাণ অর্থ মোটেও চাওয়া হয়নি। এই গুজবের কোনও সত্যতা নেই। এই ধরনের প্রচার চালানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়।'
সামনেই আইপিএল। তাই চাহালের ব্যস্ততার কথা মাথায় রেখেই কুলিং অফ পিরিয়ড বাতিল করার সিদ্ধান্ত নেয় বান্দ্রার পারিবারিক আদালত। বৃহস্পতিবার মুখ ঢেকে রেখে আদালতে হাজির হন চাহাল-ধনশ্রী। আদালত জানিয়ে দেয়, তারকা দম্পতির বিচ্ছেদ সম্পন্ন। খোরপোশ বাবদ ৪ কোটি ৭৫ লক্ষ টাকা চেয়েছেন ধনশ্রী। সেই টাকা দিতে চাহাল রাজি হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছেন তারকা স্পিনার। ডিভোর্সে সিলমোহর পড়ার পরে বাকি টাকাও দিয়ে দেবেন বলে তিনি জানিয়েছেন।