সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটারদের পরিবারের সদস্যদের বিদেশ সফরে নিয়ে যাওয়া নিয়ে ফতোয়া জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিসিসিআইয়ের নির্দেশিকা নিয়ে এই মুহূর্তে সরগরম ক্রিকেট মহল। সম্প্রতি বোর্ডের ফতোয়াকে একপ্রকার তুলোধোনা করে বিরাট কোহলি বলেছিলেন, ‘কেউ একা বিমর্ষ হয়ে থাকতে চায় না।’ এবার এই ইস্যুতে কোহলির পাশে দাঁড়িয়েও বোর্ডকে পুরোপুরি চটালেন না কপিল দেব।

গত রবিবার বেঙ্গালুরুতে আরসিবি'র ইনোভেশন ল্যাব সামিটে বিরাট বলেন, “আমার মনে হয় ওরা বুঝতেই পারছে না পরিবারের উপস্থিতি আমাদের জন্য কতটা জরুরি। পুরো ব্যাপারটায় আমি ভীষণ হতাশ। মনে হয়, যাঁরা এই বিষয়গুলোর সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়, তাঁদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাঁদের মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য এই খারাপ ফর্ম।” বিরাট বলছেন, “দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না।”
এই বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন অধিনায়ক কপিল দেব। বিশ্বজয়ী অধিনায়ক সংবাদমাধ্যমকে বলেন, “জানি না এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কিনা। আমার মনে হয়, পরিবারের উপস্থিতি অবশ্যই জরুরি। কিন্তু সবসময় দলের সঙ্গে থাকতে হবে। আমাদের সময়ে আমরা নিজেরাই বলাবলি করতাম, প্রথমার্ধে ক্রিকেট হওয়া উচিত। আর দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদেরও এসে ক্রিকেট দেখা উচিত। যদিও এসব আমরা বিসিসিআই'কে কখনও বলিনি।'' অর্থাৎ বিরাটের মন্তব্য সমর্থন করলেও সম্পূর্ণ একমত নন কপিল দেব।
সূত্রের খবর, পরিবার নিয়ে বিরাটের এমন মন্তব্যের পর বিসিসিআই নাকি তাদের সুর নরম করতে পারে। শোনা যাচ্ছে, বোর্ড তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা ভাবছে।